Monday, November 10, 2025

ফাঁসির সাজা হলেই ডাক পড়বে তার, ‘মায়া নেই’ বলেই প্রস্তুত মহাদেব মল্লিক

Date:

ভারতীয় আইনে সমাজের বিভিন্ন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি (capital punishment) ফাঁসি। আর সেই শাস্তি যখনই বাংলায় কারো হয় তখনই মনে পড়ে নাটা মল্লিকের কথা। নাটা মল্লিকের অবর্তমানে তাঁর ছেলে মহাদেব মল্লিক এখন এই কাজের দায়িত্বপ্রাপ্ত। যদিও বাংলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর আর কোন ফাঁসির সাজা হয়নি। সোমবার শিয়ালদহ আদালতের (Sealdah Court) রায়ে সঞ্জয় রাইয়ের ফাঁসির শাস্তি হলে সেই রায় কার্যকর করতে প্রস্তুত মহাদেব। সঞ্জয়ের মত অপরাধীকে ফাঁসি (hang till death) দিতে তার হাত কাঁপবে না বলেও তিনি জানান।

কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্ত, সিবিআই (CBI) তদন্ত শেষে এই নারকীয় ঘটনার অপরাধী হিসেবে চিহ্নিত সঞ্জয় রাই। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। বিচারক (Judge) অনির্বাণ দাস শনিবার মামলার পর্যবেক্ষণে জানান যে ৩ অপরাধে অপরাধী সঞ্জয় তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি (hang till death) হতে পারে। এরপরই আরো একবার তার ডাক পড়তে পারে বলে মনে করছেন মহাদেব মল্লিক। কলকাতা পুরসভার কর্মী জানান দায়িত্ব পেলে তা তিনি কার্যকর করবেন। বাবার শেখানো বিদ্যা প্রয়োগ করতে অসুবিধা হবে না।

তবে এই ঘটনা অন্য অনেক ঘটনার থেকে অনেকাংশে আলাদা। মহাদেব জানান, যিনি মারা গিয়েছেন তিনি ডাক্তার (deceased doctor) ছিলেন। ডাক্তার আমাদের কাছে ভগবান, কত লোকের প্রাণ বাঁচান। এরপরেও কি এইসব লোকের উপর আর মায়া (mercy) থাকে, প্রশ্ন তাঁর। ব্যক্তিগতভাবে তিনি সঞ্জয়ের ফাঁসির থেকেও কড়া সাজা কিছু সম্ভব হলে তারই পক্ষপাতি। যদিও দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে এবং তার যে দায়িত্ব পড়বে তা পালন করতে তাঁর হাত কাঁপবে না, বুকও কাঁপবে না বলেই জানালেন তিনি।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version