Sunday, May 4, 2025

তিন জেলা সফর শেষ করেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

সোমবার তিন জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সোমবারই হবে মন্ত্রিসভার বৈঠক।

আজ সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর কর্মসূচি রয়েছে মালদহে। মালদহের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। এই তিন জেলায় প্রশাসনিক কর্মসূচির জন্য সোমবার রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে প্রশাসনিক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তিন জেলা সফর সেরে সপ্তাহান্তে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরেই মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।
লোকসভা ভোটের পর প্রথম মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে এবারই প্রথম বহরমপুর থেকে সংসদে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধি। সেই আঙ্গিকে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর তাৎপর্যপূর্ণ। তাই মুর্শিদাবাদের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী রাজনৈতিক বার্তা দেন, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। তারপর মালদাহে এক সপ্তাহের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। এদিকে মালদহ সফরের তাৎপর্য রয়েছে আলাদা করে। আলিপুরদুয়ার সফরও উল্লেখযোগ্য। কারণ এবারই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল। এই তিন সফর শেষ করে মন্ত্রিসভার বৈঠকও সে অর্থে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- পুলিশি তলব আটকাতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা

—

 

—

 

—

 

—

 

 

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version