Monday, November 10, 2025

তিন জেলা সফর শেষ করেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

সোমবার তিন জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সোমবারই হবে মন্ত্রিসভার বৈঠক।

আজ সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর কর্মসূচি রয়েছে মালদহে। মালদহের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। এই তিন জেলায় প্রশাসনিক কর্মসূচির জন্য সোমবার রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে প্রশাসনিক স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তিন জেলা সফর সেরে সপ্তাহান্তে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরেই মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি।
লোকসভা ভোটের পর প্রথম মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে এবারই প্রথম বহরমপুর থেকে সংসদে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধি। সেই আঙ্গিকে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর তাৎপর্যপূর্ণ। তাই মুর্শিদাবাদের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী রাজনৈতিক বার্তা দেন, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। তারপর মালদাহে এক সপ্তাহের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। এদিকে মালদহ সফরের তাৎপর্য রয়েছে আলাদা করে। আলিপুরদুয়ার সফরও উল্লেখযোগ্য। কারণ এবারই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল। এই তিন সফর শেষ করে মন্ত্রিসভার বৈঠকও সে অর্থে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- পুলিশি তলব আটকাতে হাইকোর্টের দ্বারস্থ আসফাকুল্লা

 

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version