Friday, August 22, 2025

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নাবালিকা খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ, ধৃত ২ জনই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিল। পরে তারা নাবালিকাকে ধর্ষণ ও খুন করে। তবে , ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হবে।আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দিনেই বাসন্তী থানা এলাকায় ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। অভিযোগ, ধর্ষণের পর খুন করে ওই নাবালিকার দেহ জমিতে পুঁতে ফেলা হয়।

সোমবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অষ্টম শ্রেণির ওই নাবালিকা ৯ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের। থানায় মিসিং ডায়েরি করা সত্ত্বেও পুলিশ গুরুত্ব দিয়ে মেয়েটিকে খোঁজেনি বলে অভিযোগ নাবালিকার মায়ের।

ঘটনার তদন্তে নেমে বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণির পড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল  বুদ্ধদেব ও দীপেন। এ দিকে তারা একে অন্যের বন্ধু ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, ৯ জানুয়ারি সন্ধ্যায় ২ জনে একসঙ্গে মদ্যপান করে। এরপর সকলের নজর এড়িয়ে নাবালিকাকে তারা স্থানীয় ধানজমির পাশে ডাকে। তারপর নাবালিকাকে গণধর্ষণ করে। পরে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে এবং দেহ পুঁতে দেয়।

নাবালিকার পরিবার গত ১২ জানুয়ারি বাসন্তী থানায় মিসিং ডায়েরি করে। সোমবার বিকেলে ওই নাবালিকার বাড়ির কাছেই একটি জমিতে ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল চাষের কাজের জন্য। সেই সময়ে ওই নাবালিকার হাত মাটির উপরে দেখতে পান ট্রাক্টর চালক। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় মৃতদেহ ।

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version