বিয়ে নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! এবার রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলক হচ্ছে আধার যাচাই

0
3

এবার থেকে বায়োমেট্রিক ব্যবস্থায় আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি বিয়ের রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আধার কার্ড যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। আধার কার্ড যাচাইয়ের ফলে, কেউ ভুয়ো পরিচয় নিয়ে বিয়ে করতে পারবেন না। শুধু তাই নয় আইনিভাবে বিচ্ছেদ না হলে কোনওভাবেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে পারা যাবে না। এছাড়াও দেশ বা বিদেশের মাটিতে বসেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিশ দিতে পারবেন পাত্র-পাত্রীরা। ২০২৫-২৬ সালের গোড়া থেকে এই নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্যের আইন দফতর।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে সামনে এসেছে বিয়ের রেজিস্ট্রি নিয়ে ভুয়ো ঘটনা। তাই এই সমস্যা এড়াতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করেছে রাজ্য। ইতিমধ্যেই হাজার হাজার ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রয়েছে বায়োমেট্রিক মেশিন। এই আবহে অবৈধভাবে বিয়ে ঠেকাতে রেজিস্ট্রির সময় আধার ব্যবহার বাধ্যতামুলক করতে চলেছে রাজ্যের আইন দফতর। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন জোরকদমে প্রস্তুতি শুরু করেছে।

আরও পড়ুন- মালদহে পরিষেবা প্রদান অনুষ্ঠানে নজর কাড়লেন ‘মানবিক’ মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_