মালদহে পরিষেবা প্রদান অনুষ্ঠানে নজর কাড়লেন ‘মানবিক’ মুখ্যমন্ত্রী

0
1

একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মালদহবাসীর মন জয় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিষেবা প্রদান অনুষ্ঠানেও সকলের নজর কাড়লেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখল মালদহবাসী।

মঙ্গলবার মালদহে পরিষেবা প্রদানের অনুষ্ঠানে এক ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই মুখ্যমন্ত্রী সেই সাইকেল মঞ্চের মধ্যে হাঁটিয়ে নিয়ে যান। খুশি হয় ছাত্রীটি। মুখ্যমন্ত্রী ছাত্রীটির মাথায় হাত বুলিয়ে আশীর্বাদও করেন। পাশাপাশি, এক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে হুইলচেয়ার প্রদান করে তাকে তিনি মঞ্চের এপার থেকে ওপার নিয়ে যান। মুখ্যমন্ত্রীর এই মানবিকতা দেখে তখন চোখে জল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির।

আবার ভাতা প্রদানের সময় এক মহিলার কোল থেকে বাচ্চা কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। ছোট্ট শিশুটিকে আদর করেন। খেলনা পুতুলও তিনি শিশুটির হাতে তুলে দেন। এদিকে আবার রূপশ্রী প্রকল্পের চেক প্রদানের সময় এক যুবতীকে বেনারসি শাড়ি জড়িয়ে দেন। মাথায় হাত দিয়ে বৈবাহিক জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানান। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা আবার দেখল মালদহের মানুষ।

আরও পড়ুন- ফের প্রচারে গৌতম আদানি, এবার মহাকুম্ভে ‘স্নান’ সেরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_