Monday, November 10, 2025

বিশ্বস্বাস্থ্য সংস্থার উপর সমর্থন তুলে নিল আমেরিকা। রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণের পরই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। কারণ হিসাবে করোনা পরিস্থিতির কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে আলাদাভাবে উল্লেখ করা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বের বিশেষ রাজনৈতিক পদানুসরণ করছে, যা স্পষ্টত চিনের দিকেই নির্দেশ করে। কার্যত শপথ গ্রহণের পরই চিন-বিরোধিতার সুর স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হু-এর পক্ষ থেকে এরপরই বিজ্ঞপ্তি জারি করে আশা প্রকাশ করা হয় আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা (reconsider) করবে।

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে সতর্কতা জারি করা থেকে গাইডলাইন (guideline) তৈরিতে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। সেই হু-এর বিরুদ্ধেই রাষ্ট্রপতি হিসাবে শপথের পরে তোপ ট্রাম্পের। আমেরিকার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চিনের (China) ইউহান থেকে শুরু হওয়া করোনা-কে প্রতিহত করতে এই সংস্থার অদক্ষতা, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয়তার সময় এই সংস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতাকে লক্ষ্য রেখেই সংস্থার উপর থেকে সমর্থন তুলে নেয় আমেরিকা।

আমেরিকার (USA) বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, হু (WHO) নিজের স্বাতন্ত্র দেখাতে ব্যর্থ। এক সদস্য দেশের অনুপযুক্ত রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে চলে। সেই যুক্তিতেই হু-কে (WHO) আমেরিকার বিপুল অর্থ সাহায্যকে অতিরিক্ত অর্থব্যয় বলে দাবি করেছেন।

আমেরিকার (USA) এই অবস্থানের পরে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থার সৃষ্টির সময় থেকে আমেরিকার সংযোগের উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে হু-এর সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়। আশা প্রকাশ করা হয় হু-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা করবে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version