Friday, August 22, 2025

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে কালীঘাট মন্দিরে পুজো গম্ভীরের

Date:

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ হিসেবে এখনও অবধি দুটো সিরিজেই জয়। ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু শ্রীলঙ্কায় সেই সফরে ওয়ান ডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জয়। কিন্তু অন্য ফরম্যাটে অস্বস্তি শুরু হয় এই সিরিজের পরই। নিউজিল্যান্ডের কাছে ঘরে ক্লিনসুইপ, অস্ট্রেলিয়ায় হার। নতুন বছরের প্রথম সিরিজের আগে কালীঘাটে ছুটলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর। প্রতিযোগিতা শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। আবার সেই মন্দিরেই দেখা গেল তাঁকে। তবে এ বার ভারতের প্রধান কোচ হিসাবে গিয়েছিলেন গম্ভীর। বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে কালীঘাট মন্দিরে গেলেন ভারতের কোচ।

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ হিসেবে এখনও অবধি দুটো সিরিজেই জয়। ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর।কালীঘাট মন্দিরের ভিতরে গম্ভীরকে ক্যামেরাবন্দি করেন অনেকে। সেখানে দেখা যায়, এক মনে প্রার্থনা করছেন তিনি। গম্ভীরের সঙ্গে কয়েক জন ছিলেন। বেশ কিছু ক্ষণ মন্দিরের ভিতরে ছিলেন গম্ভীর। বুধবার ম্যাচের আগে মঙ্গলবারই শেষ অনুশীলন করে ভারতীয় দল। সেখান থেকেই হয়তো মন্দিরে গিয়েছিলেন গম্ভীর।

গম্ভীর নিজেও বার বার বলেছেন, এই শহর তাঁর খুব প্রিয়। ভারতের কোচ হিসাবে প্রথম বার এই শহরে পা দিয়েছেন তিনি। তাই সেখানে এসে প্রার্থনা করলেন তিনি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ বছর পরে বর্ডার-গাওস্কর ট্রফি হারাতে হয়েছে। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি তারা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ভাল করতে না পারলে আরও চাপে পড়বেন গম্ভীর।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version