Thursday, August 28, 2025

মিথ্যে ফায়ার অ্যালার্ম! পালাতে গিয়ে মহারাষ্ট্রে রেলে কাটা পড়ে মৃত যাত্রীরা

Date:

দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা বেজে উঠল ফায়ার অ্যালার্ম (fire alarm)। তাই শুনে পালাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল অন্তত ছয় রেলযাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁও-এ। এই ঘটনায় রেলের অব্যবস্থা ও অপারদর্শিতা আবার স্পষ্ট হয়ে উঠেছে। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী।

বুধবার দুপুরে জলগাঁও-এর পারান্ডা স্টেশনে দাঁড়িয়ে ছিল পুষ্পক এক্সপ্রেস (Pushpak Express)। সেই সময় আচমকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে বলে অভিযোগ। ট্রেনে আগুন লেগেছে বলে যাত্রীরা ভয়ে ট্রেনের দুদিক দিয়ে নামতে থাকেন। সেই সময় পাশের লাইন দিয়ে কর্ণাটক এক্সপ্রেস (Karnataka Express) যাচ্ছিল। সেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ছয় জনের। রেললাইনের উপর যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ ও দেহাংশ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সেই সঙ্গে কর্ণাটক এক্সপ্রেস এসে পড়ায় অনেকে উল্টোদিকে ঝাঁপ দিয়ে বাঁচারও চেষ্টা করেন। গোটা ঘটনায় (rail acident) আহত অন্তত ৩০-৪০ জন।

রেল সূত্রে দাবি, ওই লাইনে মেরামতির কাজের জন্য সতর্কতামূলক সাইরেন (siren) বাজানো হয়। সেই সঙ্গে পুষ্পক এক্সপ্রেস পারান্ডা স্টেশনে (Paranda station) আচমকা ব্রেক কষায় আগুনের ফুলকি ছিটে বেরোয় রেলের চাকা থেকে। দুটি বিষয় মিলিয়েই আতঙ্কিত রেলযাত্রীরা ট্রেন থেকে পালানোর চেষ্টা করেন প্রাণ ভয়ে। স্বাভাবিকভাবেই রেলের এক একটি দফতরের মধ্যে যোগাযোগ নেই বলেই অভিযোগ তোলেন যাত্রীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দেন। শুরু হয় উদ্ধারকাজ।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version