Wednesday, August 27, 2025

কেন্দ্রে তৃতীয়বার সরকার গড়তে পারবেন না বুঝতে পেরে বাধ্য হয়ে নীতীশ কুমারের হাত ধরেছিলেন নরেন্দ্র মোদি। একবছরের মধ্যে সেই মোদি-নীতীশ জোটে কী ভাঙন ধরল? মনিপুরে (Manipur) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ঔদাসীন্যের পর বিজেপি বিধায়ক সাংসদরা প্রশ্ন তুলেছিলেন। এবার মুখ্য়মন্ত্রী বীরেন সিংয়ের উপর থেকে সমর্থন তুলে নিল নীতীশের জেডিইউ (JDU)। যদিও তাতে মনিপুরে সরকারের সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে না। তবে নরেন্দ্র মোদির কেন্দ্রের সরকারের প্রতি দেওয়া হল কড়া বার্তা। সেই সঙ্গে নীতীশ কুমারের (Nitish Kumar) দল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের পক্ষে যাওয়ারও দাবি করলেন স্থানীয় জেডিইউ নেতৃত্ব।

বর্তমানে মনিপুরে জেডিইউ-এর (JDU) বিধায়ক একজন। ২০২২ সালে জেডিইউ-এর টিকিটে জয়ী হন ছয় বিধায়ক। এরপরই পাঁচ বিধায়ক যোগ দেন বিজেপিতে (BJP)। ৬০ বিধানসভা আসন বিশিষ্ট মনিপুরে ৩৭ বিধায়ক নিয়ে বিজেপির সরকার স্থাপন করেছেন এন বীরেন সিং। তাঁকে সমর্থন জানিয়েছিল জেডিইউ (JDU), ন্যাশানাল পিপলস পার্টি (NPP)। কয়েকমাস আগে মনিপুর নিয়ে কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণে বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল এনপিপি (NPP)। এবার সরকারিভাবে চিঠি দিয়ে সমর্থন তুলে নিল জেডিইউ।

জেডিইউ-এর একমাত্র বিধায়ক মনিপুরে আব্দুল নাসির। মনিপুরের জেডিইউ ইউনিটের প্রধান কেএসএইচ বীরেন সিং রাজ্যপাল অজয় ভাল্লাকে (Ajay Bhalla) চিঠি লেখেন। তিনি জানান, ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সমর্থক হয়ে যাওয়ার পরে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নিল জেডিইউ (JDU)। তাঁর বসার জায়গা বিরোধীদের সঙ্গে নির্দিষ্ট করার আবেদন জানানো হয়। সেই সঙ্গে এখন থেকে আব্দুল নাসিরকে যেন বিরোধী দলের নেতাদের মতো মনে করা হয়। জনতা দল (ইউনাইটেড)-এর মনিপুর ইউনিট যে বিজেপির উপর থেকে সমর্থন তুলে নিল তা মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং-কেও জানিয়ে দেওয়া হয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version