Monday, November 10, 2025

যাত্রা শুরুর প্রায় অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা। দুটি হাঁসের আদলে তৈরি প্রতিকৃতি ৪৮ তম কলকাতা বইমেলার ম্যাসকট হিসেবে প্রচারে ব্যবহৃত হচ্ছে।দেখতে অনেকটা চশমা-চোখো চেনা বাঙালি পড়ুয়া। এক জন পুরুষ, অন্য জন নারী। দু’জনেই আবার হাঁসের আদলে।

২০২৫-এর ৪৮তম কলকাতা বইমেলার আসরে এই দু’টি হাঁসই ম্যাসকট হিসাবে থাকছে। সরস্বতীর বাহন হাঁসকে কল্পনা করে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সুধাংশ সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন এবার বইমেলায় আলাদা মাসকট জোন থাকবে, টি-শার্ট কফি কাপের মতো সামগ্রীতেও এই ম্যাসকট ব্যবহার করে বইমেলার প্রচার চালানো হচ্ছে। প্রসঙ্গত এবছর ২৮ শে জানুয়ারি থেকে বিধান নগরের বইমেলা প্রাঙ্গণে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর বসছে। চলবে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। ২০০৯ সাল থেকে ধুলোর ভয়ে বইমেলা ছেড়েছিল জার্মানি। পনের বছর পর কলকাতা বইমেলায় তাদের প্রত্যাবর্তন হচ্ছে থিম কান্ট্রি হিসাবে।

এ বার সল্টলেকের মাঠে বইমেলায় ইংরেজি ভাষার প্রকাশকদের জন্য আলাদা আলাদা হলের সীমারেখাও মুছে দেওয়া হচ্ছে। বইমেলা পুরোটাই হবে খোলা আকাশের নীচে। তবে ইংরেজি বইয়ের নির্দিষ্ট অঞ্চলে গত বারের থেকেও বেশি জায়গা থাকছে । গত বার ১০০টির মতো ইংরেজি ভাষার প্রকাশক এলে এ বার ১২৫টির মতো প্রকাশক থাকবেন। তবে বইয়ের দোকান গত বারের থেকে বাড়বে না বলে গিল্ড-কর্তারা জানান। গত বছর ২৬ লক্ষ মানুষ বইমেলায় এসেছিল। এবার ওই সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা।

আরও পড়ুন – ইন্ডিয়ান টি বোর্ডের ‘ফতোয়ায়’ বাংলার চা উৎপাদন ক্ষতিগ্রস্ত! মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version