Wednesday, November 12, 2025

পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা? অভিযোগ শুনে কী নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যের পর্যটনের উন্নয়নে কড়া নজর মুখ্যমন্ত্রীর। পর্যটকদের অসুবিধা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শুনে সরাসরি জানিয়ে দেন, কোনও অতিরিক্ত টাকা নেওযা যাবে না।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন (Tourism) শিল্প ঢেলে সাজচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই বিভিন্ন জায়গায় হোম স্টে (Home Stay) চালু হয়। নতুন নতুন পর্যটনস্থল গড়ে ওঠে। সেই মমতা এদিন সভায় অভিযোগ শোনেন পর্যটকদের প্রবেশের জন্য ২৫০০ টাকা করে ফিজ নেওয়া হচ্ছে। শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজাভাতখাওয়া কেন পর্যটকদের টাকা দিতে হবে?” পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মমতা স্পষ্ট নির্দেশ দেন, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বলেন, “তাহলে কেন পর্যটক আসবে? আপনারা একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না, লোকে তো আপনাদের চেনে না, দায় আমাদের ওপরে আসে। আমরা তো ছেড়ে কথা বলব না।”

আরও খবর: বক্সার জঙ্গলে পাচারকারীদের গুলি করার নোটিশ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একই সঙ্গে বনভূমে পিকনিক করা নিয়ে সতর্ক করেন মুথ্য মখ্যমন্ত্রী। বলেন, “পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে।”

বক্সায় হোম স্টে (Home Stay), রিসর্ট, হোটেল (Hotel) নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না। স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে হোম টুরিজ্যমের উপর জোর দেন মমতা। বলেন, ওখানকার মানুষের কাজ নেই, কাজ বাড়াতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version