Thursday, December 18, 2025

পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা? অভিযোগ শুনে কী নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের পর্যটনের উন্নয়নে কড়া নজর মুখ্যমন্ত্রীর। পর্যটকদের অসুবিধা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শুনে সরাসরি জানিয়ে দেন, কোনও অতিরিক্ত টাকা নেওযা যাবে না।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন (Tourism) শিল্প ঢেলে সাজচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই বিভিন্ন জায়গায় হোম স্টে (Home Stay) চালু হয়। নতুন নতুন পর্যটনস্থল গড়ে ওঠে। সেই মমতা এদিন সভায় অভিযোগ শোনেন পর্যটকদের প্রবেশের জন্য ২৫০০ টাকা করে ফিজ নেওয়া হচ্ছে। শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজাভাতখাওয়া কেন পর্যটকদের টাকা দিতে হবে?” পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মমতা স্পষ্ট নির্দেশ দেন, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বলেন, “তাহলে কেন পর্যটক আসবে? আপনারা একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না, লোকে তো আপনাদের চেনে না, দায় আমাদের ওপরে আসে। আমরা তো ছেড়ে কথা বলব না।”

আরও খবর: বক্সার জঙ্গলে পাচারকারীদের গুলি করার নোটিশ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একই সঙ্গে বনভূমে পিকনিক করা নিয়ে সতর্ক করেন মুথ্য মখ্যমন্ত্রী। বলেন, “পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে।”

বক্সায় হোম স্টে (Home Stay), রিসর্ট, হোটেল (Hotel) নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না। স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে হোম টুরিজ্যমের উপর জোর দেন মমতা। বলেন, ওখানকার মানুষের কাজ নেই, কাজ বাড়াতে হবে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...