Sunday, August 24, 2025

১৫ জানুয়ারি গভীর রাতে নিজের বাড়িতে আক্রান্ত সইফ আল খানকে (Saif Ali Khan) অটো করে লীলাবতী হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ভজন সিং (Bhajan Singh)। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণে বেঁচে গেছেন শর্মিলা পুত্র। এর জন্য সোশ্যাল মিডিয়ায় কৃতিত্ব দিয়েছে গভীর রাতে সাহায্যকারী অটোচালককে। অভিনেতা নিজেও একটু সুস্থ হতেই তাঁকে হাসপাতালে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর। গায়ক মিকা সিং (Mikka Singh) ভজনকে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন। কিন্তু যার জন্য এত কিছু, তিনি বলছেন টাকা বা অন্য কিছুর উপর তাঁর লোভ নেই বরং রয়েছে দুটো বিশেষ ইচ্ছে। সেই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে তিনি সবথেকে বেশি খুশি হবেন।

সমাজমাধ্যমের পাতায় হঠাৎ করেই শিরোনামে এসে গেছেন ভজন সিং। সইফ আলি খান সুস্থ হয়ে উঠেছেন, এ খবরে তিনি অত্যন্ত খুশি। তাকে ধন্যবাদ জানিয়েছেন সারা আলি খান এবং শর্মিলা ঠাকুর। এত বড় বড় তারকাদের সঙ্গে দেখা করতে পেরে মনে মনে যথেষ্ট আনন্দ পেয়েছেন অটোরিকশাচালক। কিন্তু তার দুটো সুপ্ত বাসনা আছে। এক, তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করতে চান। সিনেমায় সুযোগ হলে তো কোন কথাই নেই কিন্তু যদি অন্য কোনও মাধ্যমে অভিনয়ের সুযোগ থাকে তাহলেও হবে। এটা ছিল প্রথম ইচ্ছে। তাহলে দ্বিতীয়টি কী? ভজন জানিয়েছেন, তিনি মুম্বইয়ের ভাড়া থাকেন এবং ভাড়ার অটোরিকশা চালান। এরকম আর্থিক পরিস্থিতিতে যদি অভিনেতা সইফ তাঁকে যদি একটি অটোরিকশা উপহার দেন তাহলে তিনি নিজের মতো করে সেটা চালিয়ে উপার্জন করতে পারেন। যদিও অভিনেতার সঙ্গে ভজনের এই নিয়ে কোনও কথা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version