Saturday, December 6, 2025

নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করে পোস্ট! রাহুলকে ‘অর্বাচীন’ বলে কটাক্ষ ফব’র

Date:

Share post:

বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। এদিন সমাজমাধ্যমে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজির জন্মজয়ন্তীতে ‘শ্রদ্ধা’ জানাতে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু তাতে এমন কথা লিখলেন যে, শ্রদ্ধার বদলে ‘অপমান’ করার অভিযোগ উঠে গেল!

এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, “মহান বিপ্লবী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, নেতাজি সুভাষচন্দ্র বসুজিকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেতাজির নেতৃত্ব, সাহস, সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর সংগ্রাম, সহনশীলতা এখনও প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। ভারত মাতার অমর সন্তানকে আমার বিনম্র প্রণাম! জয় হিন্দ।” এর সঙ্গেই নেতাজির একটি ছবিও পোস্ট করেছেন কংগ্রেস নেতা।  সেখনে জন্মের পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ আগস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। কার্যত নেতাজির মৃত্যুরহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে!আর তাতেই তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। সমালোচনার শিকার হতে হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে।

রাহুল গান্ধীর এই পোস্টের সমালোচনা করে নেতাজির নিজের তৈরি দল ফরওয়ার্ড ব্লক অপমানের অভিযোগ তুলে রাহুলকে ‘অর্বাচীন’ বলে আক্রমণ করেছে। বিজেপি, তৃণমূলও রাহুলের সমালোচনায় সুর চড়িয়েছে। ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, ‘নেতাজির মৃত্যুদিন সম্পর্কে কংগ্রেস আগেও বিতর্ক তৈরি করেছে। আবার করল। রাহুল গান্ধী অর্বাচীনের মতো মন্তব্য করেছেন।’‌ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘নেতাজি সম্পর্কে অন্তর্ধান রহস্য কথাটা ব্যবহার করা হয়। তাইহোকুতে কোনও বিমান দুর্ঘটনা ওই দিন আদৌ ঘটেছিল কিনা ও তাতে আদৌ কারও মৃত্যু হয়েছিল কিনা সেটার কোনও প্রমাণ নেই। নেতাজির মৃত্যুদিন বলে দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়।’

আরও পড়ুন- টাকা নয়, সইফের কাছ থেকে অন্য উপহার চাই অটোচালক ভজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...