Sunday, November 2, 2025

আবহাওয়ার খামখেয়ালিপনা, শীত কি তবে বিদায়ের পথে?

Date:

Share post:

দিনের বেলা রীতিমতো ঘর্মাক্ত অবস্থা! অথচ, সকাল এবং রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়ার(weather ) এই খামখেয়ালিপনা দেখে শহরবাসীর কণ্ঠে সংশয়, আর কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে না? শীত কি তবে বিদায়ের পথে?

বেমানান আবহাওয়া। বৃহস্পতিবার থেকে শহরে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা(temparature )ফের ঊর্ধুমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌

একই সঙ্গে আগামী দু’দিন দুই বঙ্গের একাধিক জেলায় কুয়াশার(fog) দাপট দেখা যাবে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার প্রভাবে লক্ষ্য করা যাবে।

এরই পাশাপাশি, রাজধানী দিল্লি-এনসিআর-সহ ১০ রাজ্যে বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তনও হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি কী হতে চলেছে তা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর, জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া।

বৃহস্পতিবার দিল্লি-এনসিআরে(ncr) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের পার্বত্য রাজ্য, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সমতল ভূমিতে বৃষ্টি এবং পার্বত্য এলাকায় তুষারপাত উভয়েরই সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের ২০টিরও বেশি জেলায় বৃষ্টি, তুষারপাত এবং বজ্রপাত হতে পারে।

মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আজ গোয়ালিয়র-চাম্বলে এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ঘন কুয়াশা পড়তে পারে।
হিমাচল প্রদেশে ঠাণ্ডা দিনের সতর্কতা থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

spot_img

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...