Tuesday, August 12, 2025

দিনের বেলা রীতিমতো ঘর্মাক্ত অবস্থা! অথচ, সকাল এবং রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়ার(weather ) এই খামখেয়ালিপনা দেখে শহরবাসীর কণ্ঠে সংশয়, আর কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে না? শীত কি তবে বিদায়ের পথে?

বেমানান আবহাওয়া। বৃহস্পতিবার থেকে শহরে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা(temparature )ফের ঊর্ধুমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। এর ফলে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।‌

একই সঙ্গে আগামী দু’দিন দুই বঙ্গের একাধিক জেলায় কুয়াশার(fog) দাপট দেখা যাবে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার প্রভাবে লক্ষ্য করা যাবে।

এরই পাশাপাশি, রাজধানী দিল্লি-এনসিআর-সহ ১০ রাজ্যে বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তনও হবে। ২৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি কী হতে চলেছে তা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর, জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া।

বৃহস্পতিবার দিল্লি-এনসিআরে(ncr) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের পার্বত্য রাজ্য, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সমতল ভূমিতে বৃষ্টি এবং পার্বত্য এলাকায় তুষারপাত উভয়েরই সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের ২০টিরও বেশি জেলায় বৃষ্টি, তুষারপাত এবং বজ্রপাত হতে পারে।

মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-সহ ১২ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আজ গোয়ালিয়র-চাম্বলে এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ঘন কুয়াশা পড়তে পারে।
হিমাচল প্রদেশে ঠাণ্ডা দিনের সতর্কতা থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version