Sunday, November 2, 2025

সাইরেন – শঙ্খধ্বনিতে এবছর ডুয়ার্সে নেতাজির জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী

Date:

আজ ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে।

এবছর তিনি উত্তরবঙ্গেই নেতাজির(netaji subhash chandra bose) জন্মদিন পালন করবেন। একাধিক জায়গায় নেতাজির ছবিতে তিনি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। মুখ্যমন্ত্রী(chief minister ) মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি ডুয়ার্স থেকে এবার নেতাজির জন্ম জয়ন্তী পালন করব।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মমুহূর্ত পালন করার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গে এবার নেতাজির জন্মদিন প্রতি ব্লকে পালনের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি সুভাষচন্দ্র বসুর এবার ১২৮তম জন্মবার্ষিকী । দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। এবার ওই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উত্তরবঙ্গে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘উলুধ্বনি, শঙ্খধ্বনি দেবেন ওই সময়ে। নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে উত্তরবঙ্গে। বাড়ির মহিলাদের কাছে আবেদন, বেলা সওয়া ১২টা নাগাদ শাঁখ বাজাবেন। উলুধ্বনিও দেওয়া যেতে পারে।’

তিনি স্মরণ করিয়ে দেন, দেশের স্বাধীনতা আনতে নেতাজি উত্তরবঙ্গেও নানা সময় কাটিয়েছেন। বহু গোপন বৈঠক করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভূমিকা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার জন্ম মুহূর্তে যেমন সাইরেন বাজবে, তেমনি শাঁখ–উলুধ্বনি দিয়ে নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে।‌
তিনি বলেন, নেতাজির জন্ম লগ্নে শঙ্খ বাজানোর জন্য আমি একটি নতুন শঙ্খ কিনে এনেছি। বাড়িতে প্রতিদিন যে শাঁখ বাজাই সেটা আনতে পারিনি। আনলে হয়তো আরও ভালো বাজাতে পারতাম। কিন্তু নতুন শাঁখ বৃহস্পতিবার বাজাবো
এই ডুয়ার্সে।

তিনি বলেছেন, নেতাজির জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক। যদিও কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি। পশ্চিমবঙ্গ সরকার(west-bengal government )প্রত্যেক বছর এই দিনকে স্মরণ করে।

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version