নিজের ঘর থেকেই বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। মৃতার নাম ফুলজান বিবি (৮০)।দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর। ঘটনাটি ঘটেছে বারাকপুরের জেটিয়া থানার কাঁচরাপাড়া(KACHRAPARA) পাল্লাদহ গ্রামে।

নিজের ঘরেই ওই বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। ওই বৃদ্ধা ভাল চোখে দেখতেন না। সকাল আটটা নাগাদ বৃদ্ধার মেয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। তারপরে দেখা যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, গলার নলি কাটা বৃদ্ধার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় জেটিয়া থানার পুলিশ।

বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকা ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে এই খুন তদন্ত করে দেখছে পুলিশ। ওই বৃদ্ধার মেয়ে রোজিয়া বিবির দাবি, মায়ের কোনও সম্পত্তি নেই, জমানো কোনও টাকা-পয়সা, জমি জায়গা কিছুই নেই। তবুও কেন তাকে খুন করা হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।।

–

–

–

–

–

–

–

–