Wednesday, December 3, 2025

আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে কেরালা ব্লাস্টার্স, জয়ই লক্ষ্য লাল-হলুদের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে লাল-হলুদের সামনে কেরাল ব্লাস্টার্স। আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। চোটের ধাক্কায় জেরবার ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সামনে সেরা একাদশ নামানোই চ্যালেঞ্জ। তবু অস্কার ব্রুজো হাল ছাড়ার বান্দা নন। সুপার সিক্সের আশাও ছাড়ছেন না। কেরালকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখার কথা বলছেন তিনি।

দিমিত্রিয়স গতবারের মতো ছন্দে নেই। কেরাল দিমির পুরনো দল। লাল-হলুদ কোচের আশা, পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠবেন দিমি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে অস্কার বললেন, ‘‘দিমি হয়তো সেরা খেলাটা খেলতে পারছে না। যদি আমি খুশি না হই, তাহলে আমি ওকে বাইরেই রাখতে পারি। কিন্তু দিমি আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কেরাল ওর পুরনো দল। ও আত্মবিশ্বাসী। আশা করি, দিমি এই ম্যাচটা ভাল খেলে সবাইকে চুপ করিয়ে দেবে।” অভিষেক ম্যাচে নজর কেড়েছেন রিচার্ড সেলিস। ভেনেজুয়েলার ফুটবলারের স্কিল, গতিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চান কোচ।

রক্ষণ নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি। বিপক্ষের কাউন্টার অ্যাটাকের সামনে বারবার সমস্যায় পড়ছে দল। অস্কার জানিয়ে দেন, চোটের কারণে আনোয়ার আলিকে আরও অন্তত ১৫ দিন পাওয়া যাবে না। সাউল ক্রেসপো, রাকিপ, প্রভারাও একই কারণে এখনও রিহ্যাবে। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই নন্দকুমারও। তবে হেক্টর ইয়ুস্তেকে পাচ্ছে দল। হিজাজি মাহেরের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে শুরু করবেন তিনি। দুই সাইড ব্যাকে নিশু কুমার ও লালচুংনুঙ্গা। তবে ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিলেন, হেক্টর ৯০ মিনিট খেলার জায়গায় নেই। অস্কার তবু আশায়, তিনটে ম্যাচ এখান থেকে জেতা সম্ভব। সুপার সিক্সে ওঠার লড়াইটাও তাহলে চলবে। কেরলের লুনা ও নোয়া সাদিউয়ের মতো গতিময় ফুটবলারকে আটকানোটাই তাঁর টিমের কাছে চ্যালেঞ্জ, মানছেন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন- সেমিতে প্রথম সেট হেরেই চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকার

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...