Wednesday, November 5, 2025

রাজ্যপালের ‘পার্টি অফিসে’ শুভেন্দুর অভিযোগ জমা! কটাক্ষ তৃণমূলের

Date:

স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যকে বদনাম করতে কোন পদক্ষেপ বরদাস্ত হবে না, সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে ১২ জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এরপরেও চিকিৎসকদের কোন গাফিলতি ছিল না, এমন অভিযোগ তুলে এবার রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা (LoP) শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই পদক্ষেপকে চিকিৎসকদের দোষ ঢাকার চেষ্টা বলে কটাক্ষ শাসকদলের।

চিকিৎসায় একাধিক গাফিলতির অভিযোগকে লঘু করতে স্যালাইন কাণ্ডকে উস্কানি রাজ্যের বিরোধী দলনেতার। আদালতে সুবিধা না পেয়ে এবার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কিছু চিকিৎসকের উস্কানিতে স্যালাইন ও ওষুধ নিয়ে নতুন ধরনের অভিযোগ তুলে রাজ্যপালকে বিষয়টিতে নজর দিতে দাবি করেন তিনি। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালে যে তিন প্রসূতি ভর্তি রয়েছেন তাঁদের বিষয়ে খোঁজ নিতে রাজ্যপালকে অনুরোধ করেন। এখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ বিজেপির নেতাদের সব ইস্যুতেই কখনও মনে হয় আদালতে যাই। আবার কখনও রাজভবনে। সেটাকেই তারা দ্বিতীয় পার্টি অফিস বানিয়ে ফেলেছেন।

তবে বিরোধী দলনেতা যে চিকিৎসকদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন, তারা দাবি করেন শাস্তির মুখে পড়া চিকিৎসকরা কোনোভাবেই এই মৃত্যুর জন্য দায়ী নন। এখানেই কুণাল ঘোষ একের পর এক চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট বলেন স্বাস্থ্যক্ষেত্রে (health sector) একাংশের চিকিৎসকদের যে ঘুঘুর বাসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙার চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারীদের এই পদক্ষেপে প্রমাণিত তারা সেই ঘুঘুর বাসাকে আড়াল করা বা মত দেওয়ার চেষ্টা করছেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version