জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে

চোটের ধাক্কায় জেরবার লাল-হলুদ। তবুও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল এদিন আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার।

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

আইএসএল-এ ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের।

চোটের ধাক্কায় জেরবার লাল-হলুদ। তবুও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল এদিন আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার। আর সেটাই এদিন করে দেখালেন বিষ্ণু-ক্লেটনরা। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় অস্কারের দল। তবে ইস্টবেঙ্গলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ম্যাচের ২০ মিনিটে একক দক্ষতায় গোল করে ১-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ । তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। শুরুতেই সুযোগ পেয়ে যান বিষ্ণু। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে এরই মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় অস্কারের দল। ম্যাচের ৭২ মিনিটে লাল-হলুদের দ্বিতীয় গোলটি করেন হিজাজি মাহের। হেডে গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় কেরালা। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে ১-২ করে কেরাল। কেরালার হয়ে গোলটি করেন দানিশ ফারুখ। মূলত লাল-হলুদের ডিফেন্সের ভুলেই গোল হজম করে ইস্টবেঙ্গল। হিজাজি বল ক্লিয়ার করতে গেলে তা ডিফেন্সের জঙ্গলেই আটকে যায়। আর সেই সুযোগ নেন দানিশ। এর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভা।

আরও পড়ুন- আইসিসির সেরা টেস্ট দলে ভারতের তিন ক্রিকেটার, দলের নেতা কামিন্স