Monday, November 3, 2025

জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে

Date:

আইএসএল-এ ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের।

চোটের ধাক্কায় জেরবার লাল-হলুদ। তবুও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল এদিন আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার। আর সেটাই এদিন করে দেখালেন বিষ্ণু-ক্লেটনরা। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় অস্কারের দল। তবে ইস্টবেঙ্গলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ম্যাচের ২০ মিনিটে একক দক্ষতায় গোল করে ১-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ । তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। শুরুতেই সুযোগ পেয়ে যান বিষ্ণু। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে এরই মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় অস্কারের দল। ম্যাচের ৭২ মিনিটে লাল-হলুদের দ্বিতীয় গোলটি করেন হিজাজি মাহের। হেডে গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় কেরালা। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে ১-২ করে কেরাল। কেরালার হয়ে গোলটি করেন দানিশ ফারুখ। মূলত লাল-হলুদের ডিফেন্সের ভুলেই গোল হজম করে ইস্টবেঙ্গল। হিজাজি বল ক্লিয়ার করতে গেলে তা ডিফেন্সের জঙ্গলেই আটকে যায়। আর সেই সুযোগ নেন দানিশ। এর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভা।

আরও পড়ুন- আইসিসির সেরা টেস্ট দলে ভারতের তিন ক্রিকেটার, দলের নেতা কামিন্স

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version