Saturday, August 23, 2025

জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে

Date:

আইএসএল-এ ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের।

চোটের ধাক্কায় জেরবার লাল-হলুদ। তবুও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল এদিন আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার। আর সেটাই এদিন করে দেখালেন বিষ্ণু-ক্লেটনরা। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় অস্কারের দল। তবে ইস্টবেঙ্গলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ম্যাচের ২০ মিনিটে একক দক্ষতায় গোল করে ১-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ । তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। শুরুতেই সুযোগ পেয়ে যান বিষ্ণু। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে এরই মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় অস্কারের দল। ম্যাচের ৭২ মিনিটে লাল-হলুদের দ্বিতীয় গোলটি করেন হিজাজি মাহের। হেডে গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় কেরালা। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে ১-২ করে কেরাল। কেরালার হয়ে গোলটি করেন দানিশ ফারুখ। মূলত লাল-হলুদের ডিফেন্সের ভুলেই গোল হজম করে ইস্টবেঙ্গল। হিজাজি বল ক্লিয়ার করতে গেলে তা ডিফেন্সের জঙ্গলেই আটকে যায়। আর সেই সুযোগ নেন দানিশ। এর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভা।

আরও পড়ুন- আইসিসির সেরা টেস্ট দলে ভারতের তিন ক্রিকেটার, দলের নেতা কামিন্স

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version