শারীরিক অবস্থার অবনতি, আইসিইউ-তে পার্থ চট্টোপাধ্যায়!

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ২০ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। সোডিয়াম-পটাশিয়াম লেভেল ঠিক নেই প্রাক্তন মন্ত্রীর। সব মিলিয়ে অবস্থা যথেষ্ট গুরুতর, মনে করছেন চিকিৎসকরা।

গত সোমবার দুপুরে শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় পার্থকে। জানা যাচ্ছে বৃহস্পতিবার অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা চলছে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এখনই কিছু বলতে নারাজ চিকিৎসকরা। শুক্রবার বেলার দিকে মেডিকেল আপডেট দেয়া হতে পারে বলে, সূত্রের খবর।