Wednesday, November 5, 2025

ছিল না সিসি ক্যামেরা, ফুটেজ দেখে ছেলের গ্রেফতারিতে আন্তর্জাতিক পদক্ষেপ বিএনপি নেতা বাবার!

Date:

Share post:

মাত্র একটি সিসিটিভির (CCTV) এক ঝলক দেখে সইফ আলি খানের বাড়িতে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ। একাধিক ভুল লোককে গ্রেফতারের পর অবশেষে বাংলাদেশী নাগরিক শরিফুল ইসলামকে গ্রেফতার করে মূল অভিযুক্ত হিসাবে খাঁড়া করা হয়েছে। এবার ছেলের গ্রেফতারিকে আন্তর্জাতিক ইস্যু করার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বিএনপি (BNP) নেতা তথা শরিফুলের বাবা মোহাম্মদ রুহুল।

শুক্রবারে মুম্বই পুলিশে নিজের বয়ান রেকর্ড করেন সাইফ আলি খান (Saif Ali Khan)। বাড়ির পরিচারিকার বয়ানের সঙ্গে মিলে যায় সইফের বয়ান। কিন্তু সেখানেও কোথাও উঠে আসেনি, মুম্বাই পুলিশের (Mumbai Police) হাতে গ্রেফতার হওয়া শরিফুলই এই ঘটনার পিছনে দায়ী। ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে এসেছে যে ফ্ল্যাটে আততায়ী হামলা চালিয়েছিল সেখানে প্রবেশদ্বার ও লবির অনেক জায়গায় কোন সিসি ক্যামেরা (CC camera) ছিল না। ঘুমিয়ে ছিল বাড়ির দুই নিরাপত্তা কর্মী।

একদিকে যখন মুম্বাই পুলিশের একের পর এক ভুল গ্রেফতারের পর শরিফুলকে গ্রেফতার করায় তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। তখনই এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রেফতার যুবক বাংলাদেশের নাগরিক তথা বিএনপি (BNP) নেতার ছেলে হওয়ায়।

বিএনপি নেতা মহম্মদ রুহুল স্পষ্ট জানিয়েছেন ছেলের গ্রেফতারের বিরোধিতায় তিনি বাংলাদেশ বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হচ্ছেন। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দফতরেও আবেদন চালাতে চলেছেন ছেলের মুক্তির জন্য। সেখানে তিনি দাবী করেছেন সইফের (Saif Ali Khan) বাড়ির সিসিটিভিতে (CCTV) যাকে দেখা গিয়েছিল সে তার ছেলে শরিফুল নয়।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...