মহারাষ্ট্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণে উড়ে গেল ছাদ!

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (Ordnance Factory) বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। সরকারি সুত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৫ জন মারা গিয়েছেন। বহু কর্মচারী আহত বলে জানা গিয়েছে।এই বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে, এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে লোহার বড় রড টুকরো টুকরো হয়ে দূরে গিয়ে পড়ে। ভান্ডারার(BHANDARA)p কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কারণে কারখানার ছাদ ভেঙে পড়েছে, যা জেসিবি-র সাহায্যে সরানো হচ্ছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১২ জন ছিলেন, যাদের মধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়েছেন তারা।