Sunday, November 9, 2025

কলকাতা বইমেলায় স্টল নয় বিশ্ব হিন্দু পরিষদের: গিল্ডের আপত্তিকে মান্যতা হাই কোর্টের

Date:

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের বইমেলা। আর এই বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে ( BISWA HINDU PARISAD) স্টল দিতে রাজি হয়নি পাবলিশার্স অ্যান্ড গিল্ড। যা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। গিল্ডের তরফে বলা হয়, ‘বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট সেন্সেটিভ এবং বিতর্কিত। গিল্ড কর্তৃপক্ষ কোনও বিতর্ক চায় না’। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ করে দেন। তার পর্যবেক্ষণ, হাইকোর্টে এই মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যে হেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি-র আবেদনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। চলতি বছর বইমেলায় তারাও স্টল দিতে পারবে না।

প্রসঙ্গত, ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়(KOLKATA BOOK FAIR) বইয়ের স্টল দিতে চেয়ে গিল্ডের কাছে আবেদন করেছিল ভিএইচপি। সেই অনুমতি না মেলায় হাই কোর্টে মামলা করেছিল তারা। গিল্ডের বক্তব্য ছিল, সঠিক ভাবে আবেদন করেনি ওই সংস্থাটি। পাশাপাশি, গিল্ডের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ভিএইচপি ‘স্পর্শকাতর’ বই প্রকাশ করে। যদিও তারা নিজেরা কোনও বই প্রকাশ করে না। বই প্রকাশিত হয় বিশ্ব হিন্দু বার্তা নামক প্রকাশনা সংস্থা থেকে। বইমেলায় তারাই স্টল দিতে পারে, যারা বই প্রকাশ বা বিক্রি করে। ভিএইচপির আইনজীবীর সওয়াল করে বলেছিলেন, বিশ্ব হিন্দু বার্তা তাদেরই সংস্থা। ২০১১ সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছে।

গত শুনানিতে গিল্ডের ভূমিকার সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট( KOLKATA HIGHCOURT)। কেন ওই সংগঠনকে স্টল তৈরির অনুমতি দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছিল আদালত। গিল্ডের আইনজীবীর সওয়াল নিয়ে মন্তব্য করেছিল তারা। গিল্ডের উদ্দেশে বিচারপতি সিনহা প্রশ্ন করেছিলেন, গত কয়েক বছর ধরে ওই সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন দেওয়া হবে না ? তারা কী স্পর্শকাতর বই প্রকাশ করেছে, তা আগে কেন জানাননি ? এত দিন স্পর্শকাতর বই প্রকাশ করেনি, হঠাৎ এখন স্পর্শকাতর বই প্রকাশ করছে ?  গিল্ডের আইনজীবী জানিয়েছিলেন, চলতি বছর থেকে বইমেলায় কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। বিচারপতি পাল্টা বলেছিলেন, আপনাদের কোনও বিধিবদ্ধ নিয়ম নেই, যে নিয়ম পরিবর্তন হয়েছে। কেন এত বছর অনুমতি দিয়েছিলেন ? নিজেদের ইচ্ছে মতো নিজেরা তৈরি করছেন। শুক্রবার গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখলেন বিচারপতি সিনহা। ভিএইচপির আবেদনও খারিজ করে দিলেন। এরপর ১০ জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয়। কিন্তু, গিল্ডের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলাই খারিজ করে দিলেন বিচারপতি সিনহা।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version