Monday, December 1, 2025

দুয়ারে সরকার : ভাঙল প্রথম দিনের রেকর্ড! দ্বিতীয় দিনে পরিষেবা ৯ লক্ষ মানুষকে

Date:

Share post:

প্রথম দিনের উদ্দীপনার রেশ বজায় রইল দ্বিতীয় দিনেও। সেইসঙ্গে ভাঙল প্রথম দিনের রেকর্ডও। দ্বিতীয় দিনে প্রায় ৯ লক্ষ মানুষের সমাবেশের মধ্য দিয়ে নতুন নজির তৈরি করল নবম দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিন শুক্রবার রাজ্য জুড়ে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেদিন পাঁচ লাখেরও বেশি মানুষের সমাবেশ হয়েছিল দুয়ারে সরকার শিবিরে। আর নবান্ন সূত্রে খবর, শনিবার চলতি কর্মসূচির দ্বিতীয় দিন মোট ১২ হাজার ৩০৭টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল। আর এদিন ওইসব শিবিরে এসে বিভিন্ন পরিষেবা নিয়েছেন মোট ৮ লক্ষ ৯০ হাজার ৯০৭ জন মানুষ। দু’দিনে মোট ১৫ লক্ষ ৩৪ হাজার ৭৪১ জন মানুষ যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

এই দফায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ১ লাখ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার ওপর এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যেসব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নির্দেশ, সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফোটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে-ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- প্রশাসক বসিয়ে নয়! পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...