Saturday, November 8, 2025

দুয়ারে সরকার : ভাঙল প্রথম দিনের রেকর্ড! দ্বিতীয় দিনে পরিষেবা ৯ লক্ষ মানুষকে

Date:

Share post:

প্রথম দিনের উদ্দীপনার রেশ বজায় রইল দ্বিতীয় দিনেও। সেইসঙ্গে ভাঙল প্রথম দিনের রেকর্ডও। দ্বিতীয় দিনে প্রায় ৯ লক্ষ মানুষের সমাবেশের মধ্য দিয়ে নতুন নজির তৈরি করল নবম দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিন শুক্রবার রাজ্য জুড়ে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেদিন পাঁচ লাখেরও বেশি মানুষের সমাবেশ হয়েছিল দুয়ারে সরকার শিবিরে। আর নবান্ন সূত্রে খবর, শনিবার চলতি কর্মসূচির দ্বিতীয় দিন মোট ১২ হাজার ৩০৭টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল। আর এদিন ওইসব শিবিরে এসে বিভিন্ন পরিষেবা নিয়েছেন মোট ৮ লক্ষ ৯০ হাজার ৯০৭ জন মানুষ। দু’দিনে মোট ১৫ লক্ষ ৩৪ হাজার ৭৪১ জন মানুষ যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

এই দফায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ১ লাখ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার ওপর এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যেসব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নির্দেশ, সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফোটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে-ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- প্রশাসক বসিয়ে নয়! পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...