কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ভিন রাজ্য থেকে গ্রেফতার ২

0
1

ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও মিললো না রেহাই। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের হায়দরাবাদ থেকে দু’জনকে গ্রেফতার করলো পুলিশ। হাসান শেখের মৃত্যুর ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। কলকাতা পুলিশের STF এবং তেলেঙ্গনা পুলিশের (Telengana Police) উদ্যোগে ভিন রাজ্য থেকে আব্দুল আলিম এবং জাবিউল মোমিনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মালদহের কালিয়াচকের নয়া বস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠান চলাকালীন খুন হতে হয় তৃণমূল কর্মী হাসানকে। গত ১৪ জানুয়ারি এই ঘটনার দেড় দিন পর পুলিশ আমির নামে একজনকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে বাকিদের নাম জানতে পারেন তদন্তকারীরা। একে একে গ্রেফতার করা হয় জাকির শেখ, মহম্মদ রেয়াউলকে। এদের থেকে তথ্য পেয়ে পুলিশ জানতে পারে যে গত ১০ দিন ধরে নিজেদের পরিচয় গোপন করে আলিম এবং মমিন একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছে। শেষমেষ গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, অভিযুক্তরা হায়দবাবাদে রয়েছেন। তদন্তকারীদের দাবি খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে আব্দুলকে ইট দিয়ে নিহত তৃণমূল কর্মীর মাথায় আঘাত করতে দেখা গেছে। এরপর ভিন রাজ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতদের রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।