Thursday, December 4, 2025

বজবজে শ্যুটআউট! নোদাখালিতে যুব তৃণমূল (TMC) নেতা কৃষ্ণপদ মণ্ডল (Krishnapada Mandol) লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে CMRI-তে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সকাল ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়া মনসাতলা এলাকায় বাইকে চড়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওই যুব তৃণমূল নেতা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বাইকে চড়ে যাওয়ার সময় কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে CMRI-তে ভর্তি করানো হয়েছে। এই হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে খবর এর আগেও দুবার কৃষ্ণ মণ্ডলের উপর হামলা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযুক্তকে আটক বা গ্রেফতার করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে ডোঙ্গারিয়া এলাকায় তিন দুষ্কৃতী বাইকে চড়ে আসে। অভিযোগ, তারাই কৃষ্ণকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে, বাইকে চড়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় কৃষ্ণকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিএমআরআই-তে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ও মাথায় হেলমেট পরা ছিল। সেই কারণেই তাদের চেনা যায়নি। তবে, কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। রেইকি ছাড়া এভাবে দিনের বেলা জনবহুল রাস্তায় গুলি চালানো সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা।

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...
Exit mobile version