Saturday, August 23, 2025

‘বহুরূপী’ বনাম ‘খাদান’- এর (Khadaan) লড়াইটা এতটাই তীব্র হয়েছে যে আগামী বছর পুজোতেও যুদ্ধ বজায় রাখতে চলেছেন সুপারস্টার দেব (Dev ) এবং পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায়। কী ব্যাপারটা বুঝলেন না? চলতি বছরের পুজোতে দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আসতে চলেছে। এবার সাধারণতন্ত্র দিবসের সকালে শিবু – নন্দিতা জুটি ঘোষণা করে দিলেন ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) সিনেমার, যা মুক্তি পাবে ওই একই সময়ে। মানে পুজোর বক্স অফিসে ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ’-এর লড়াই।

২০২৪ সালে পুজোতে মুক্তি পায় ‘বহুরূপী’ (Bahurupi) । যেখানে অভিনেতা শিবপ্রসাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা বাংলা। তার ঠিক মাস দুই পরে বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেন ‘খাদান’ মালিক দেব (Dev)। নতুন বছরের গোড়াতেও এই দুই সিনেমা হল থেকে সরেনি। বরং উইন্ডোজ (Windows Production House) বনাম দেব (Dev) ফ্যানেদের সোশ্যাল মিডিয়া বাদানুবাদটা ক্রমশ তীব্র হয়েছে। সাংসদ -অভিনেতার সঙ্গে যাতে সিনেমা মুক্তি না করেন শিবু- নন্দিতা, সেরকম থ্রেট পেয়েছেন পরিচালক পত্নী জিনিয়া। এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করল উইন্ডোজ। রবিবাসরীয় সকালে মাত্র ১০ সেকেন্ডের টিজার বুঝিয়ে দিল চলতি বছরের পুজোর বক্স অফিসের দখল নিতে তাঁরা আবার ফিরছেন। সৌজন্যে রক্তবীজ – ২, থাকছেন আগের জুটি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সিক্যুয়েলে সোহম চক্রবর্তীকেও সম্ভবত দেখা যেতে পারে। তবে এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। এর আগে বছরের পয়লা দিনেই পঁচিশের পুজোর স্লট বুক করে রেখেছেন দেব (Dev), ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। ডাকাত সর্দার অবতারে দেবের লুক দর্শক, অনুরাগীদের কৌতূহলের পারদ চড়িয়েছে। এবার সামনে এলো রক্তবীজ সিক্যুয়েলের ঝলক। অর্থাৎ ২০২৫-এর দুর্গাপুজোয় বাংলা বক্স অফিস দখলের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version