Thursday, November 13, 2025

স্বর্নিম ভারতের থিমে রাজধানীর কর্তব্যপথে শুরু ৭৬-তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ 

Date:

১৯৫০ থেকে ২০২৫, দেশের সাধারণতন্ত্র দিবসের (Republic day) ৭৫ বছর পূর্তিতে ‘স্বর্নিম ভারত: বিকাশ অউর ভিরাসত’ থিম নিয়ে দিল্লির কর্তব্যপথে শুরু বর্ণাঢ্য কুচকাওয়াজ। উপস্থিত রয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), উপরাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী-সহ বিশিষ্টরা। ৭৬-তম সাধারণতন্ত্র দিবসের দিল্লিতে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন।এবছর ৩১টি ট্যাবলোর মধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডার ট্যাবলোর দিকে বিশেষ নজর রয়েছে সকলের। নারীশক্তির জয়গান গেয়ে কর্তব্যপথে থাকছে পশ্চিমবঙ্গের এই ট্যাবলো। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের শ্রদ্ধা জানিয়ে এদিন কর্তব্য পথে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আকাশ পথে পুষ্প বৃষ্টি আর জাতীয় সংগীতে শুরু অনুষ্ঠান।

‘সারে জাঁহা সে আচ্ছা’-র সুরে রঙিন কর্তব্যপথ। এই প্রথমবার ভারতের তিন সেনা-স্থল, জল এবং বিমান বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো রয়েছে অনুষ্ঠানে। দশ হাজারের বেশি অতিথি আমন্ত্রিত। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্য তুলে ধরলেন মাতৃভূমির সুর।এবছর ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নিচ্ছে। সেদেশের মিলিটারি অ্যাকাডেমির ১৯০ ব্যান্ডও রয়েছে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবারের বিশেষ আকর্ষণ ‘প্রলয়’। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রথমবার দেখা গেল দিল্লির কর্তব্যপথে। প্রদর্শিত হল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ও পিনাক, অগ্নিবান মিসাইল। কর্তব্যপথে চেতক , কপিধ্বজের মাধ্যমে ভারতের শক্তি প্রদর্শনের সাক্ষী গোটা বিশ্ব।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version