Saturday, January 10, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি । আর এরই মধ্যে ভারতীয় সমর্থকদের মধ্যে উকি একটা প্রশ্ন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি চোট সারিয়ে খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। সূত্রের খবর, অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ। জানা যাচ্ছে, বুমরাহের চোট এখনও খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক সার্জেন রোয়ান শাউটেনই। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, ততক্ষণ বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সূত্রের খবর, আপাতত ভারতীয় পেসারকে শারীরিক পরিশ্রম থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তিনি বলেন, “বোর্ডের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে। কিন্তু কবে তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে তা হলে সেটা চমৎকারের থেকে কম কিছু নয়।” এখানেই না থেমে সেই বোর্ড আধিকারিক আরও বলেন, “ নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহের পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কি না। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে। তাই বোর্ড বা বুমরাহ, কেউ তাড়াহুড়ো করতে চাইছে না।“ সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। ওই বোর্ড আধিকারিক বলেন, “বুমরাহ খেলতে পারবেন কি না সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহের বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে। কারণ, ও খেলতে পারলে সেটা চমৎকার হবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি। ২০২২ সালে রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তাঁর উপরই ভরসা বোর্ডের।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে মোহনবাগানের সামনে বিএফসি, বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...