Thursday, August 21, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি । আর এরই মধ্যে ভারতীয় সমর্থকদের মধ্যে উকি একটা প্রশ্ন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি চোট সারিয়ে খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। সূত্রের খবর, অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ। জানা যাচ্ছে, বুমরাহের চোট এখনও খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক সার্জেন রোয়ান শাউটেনই। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, ততক্ষণ বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সূত্রের খবর, আপাতত ভারতীয় পেসারকে শারীরিক পরিশ্রম থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তিনি বলেন, “বোর্ডের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে। কিন্তু কবে তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে তা হলে সেটা চমৎকারের থেকে কম কিছু নয়।” এখানেই না থেমে সেই বোর্ড আধিকারিক আরও বলেন, “ নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহের পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কি না। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে। তাই বোর্ড বা বুমরাহ, কেউ তাড়াহুড়ো করতে চাইছে না।“ সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। ওই বোর্ড আধিকারিক বলেন, “বুমরাহ খেলতে পারবেন কি না সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহের বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে। কারণ, ও খেলতে পারলে সেটা চমৎকার হবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি। ২০২২ সালে রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তাঁর উপরই ভরসা বোর্ডের।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে মোহনবাগানের সামনে বিএফসি, বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...