Monday, August 25, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি । আর এরই মধ্যে ভারতীয় সমর্থকদের মধ্যে উকি একটা প্রশ্ন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি চোট সারিয়ে খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। সূত্রের খবর, অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ। জানা যাচ্ছে, বুমরাহের চোট এখনও খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক সার্জেন রোয়ান শাউটেনই। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, ততক্ষণ বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সূত্রের খবর, আপাতত ভারতীয় পেসারকে শারীরিক পরিশ্রম থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তিনি বলেন, “বোর্ডের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে। কিন্তু কবে তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে তা হলে সেটা চমৎকারের থেকে কম কিছু নয়।” এখানেই না থেমে সেই বোর্ড আধিকারিক আরও বলেন, “ নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহের পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কি না। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে। তাই বোর্ড বা বুমরাহ, কেউ তাড়াহুড়ো করতে চাইছে না।“ সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। ওই বোর্ড আধিকারিক বলেন, “বুমরাহ খেলতে পারবেন কি না সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহের বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে। কারণ, ও খেলতে পারলে সেটা চমৎকার হবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি। ২০২২ সালে রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তাঁর উপরই ভরসা বোর্ডের।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে মোহনবাগানের সামনে বিএফসি, বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version