Thursday, August 21, 2025

আজ ঘরের মাঠে মোহনবাগানের সামনে বিএফসি, বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে বেঙ্গালুরু এফসি। চলতি আইএসএলে মোহনবাগান যে দু’টি ম্যাচ হেরেছে, তার একটি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ঠিক ১১৯ দিন আগে কান্তিরাভায় সুনীল ছেত্রীদের ডেরায় ডুবেছিল পালতোলা নৌকা। তবে তিন গোলে হতশ্রী হারের জবাব দেওয়ার সুযোগ সোমবারের ফিরতি লড়াইয়ে। ঘরের মাঠে বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন ব্রিগেড। বেঙ্গালুরু ভাল জায়গায় নেই। শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হার। তবে অধিনায়ক সুনীল তাঁর সেকেন্ড হোমে ব্লুজদের জয়ের সরণিতে ফিরিয়ে খেতাবি লড়াইয়ে রাখার চেষ্টা করবেন। তাই বাগান রক্ষণকে সতর্ক থাকতে হবে।

নিয়মিত গোল করছেন সুনীল। পাশে দুরন্ত আলবার্তো নগুয়েরাও। সুনীল, নগুয়েরাদের প্রভাব নিয়ে মোহনবাগান কোচ জোসে মোলিনা বলেন, ‘‘সুনীল বড় খেলোয়াড়। অনেক অভিজ্ঞ। ওকে মাথায় রাখতে হবেই। তবে শুধু সুনীল নয়, পুরো বেঙ্গালুরু টিমকে নিয়েই আমাদের পরিকল্পনা থাকবে। নগুয়েরাও ভাল খেলছে। কিন্তু আমাদের কাজটা করে জেতে হবে। শুধু রক্ষণে নয়, সব জায়গায় ভাল খেলতে হবে। বেঙ্গালুরুর মাঠে কী হয়েছিল তা মাথায় রাখছি না।“

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে ৯ পয়েন্টে পিছিয়ে। সমসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া কার্যত মোহনবাগানের (৩৭ পয়েন্ট) ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। বেঙ্গালুরু দ্বৈরথে পুরো পয়েন্ট না পেলে লিগ-শিল্ড জয়ের লড়াইয়ে চাপ বাড়বে মোলিনার টিমের উপর।

শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে মোহনবাগান। চেন্নাইয়ানের বিরুদ্ধে মোলিনার অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার মাশুল দিতে হয়েছে দলকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে নিশ্চয়ই আর একই ভুল করবেন না বাগান কোচ। তবে লিস্টন কোলাসোর জায়গায় লেফট উইংয়ে আশিক কুরুনিয়নের শুরু করার সম্ভাবনা রয়েছে। চোটমুক্ত আশিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি, জানিয়ে দিয়েছেন মোহনবাগান কোচ। রক্ষণে বদল আনতেই হচ্ছে মোলিনাকে। কার্ড সমস্যায় রাইট ব্যাক আশিস রাই না থাকায় বঙ্গসন্তান দীপেন্দু বিশ্বাস সম্ভবত খেলবেন। বাকি তিন ডিফেন্ডার আলবার্তো, টম অলড্রেড ও অধিনায়ক শুভাশিস। চেন্নাইয়ান ম্যাচে বুকে চোট পাওয়া গোলকিপার বিশাল কাইথ রবিবার অনুশীলন করেছেন। বিশালের খেলার ব্যাপারে কোচ আশাবাদী।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version