Thursday, August 21, 2025

কৌশলে বিরোধী সাংসদদের আলোচনা থেকে বের করে দেওয়া। সংশোধনী পড়ার সময়ই না দেওয়ার মতো গা-জোয়ারি করে শেষমেশ ওয়াকফ সংশোধনী (WAQF amendment) পাস করে ফেলল সংসদীয় যৌথ কমিটি (JPC)। নামে কমিটি যৌথ হলেও বিরোধী সাংসদদের পেশ করা ৪৪ সংশোধনী প্রস্তাবের একটিকেও আমল না দিয়ে সোমবার পাশ হয়ে গেল সংশোধনী বিল। অথচ এনডিএ দলগুলির আনা ১৪ সংশোধনী গ্রহণ করা হয়েছে এদিন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, সোমবার তাঁদের কোনও কথাই শোনা হয়নি।

লোকসভায় ওয়াকফ বিল (WAQF bill) পেশ হওয়ার পর বিরোধীদের প্রবল চাপে তা সংসদীয় যৌথ কমিটিতে পাঠাতে বাধ্য হয় কেন্দ্রের মোদি সরকার। ৮ অগাস্ট সংশোধনীর বিষয়ে আলোচনার জন্য জেপিসির (JPC) হাতে বিল তুলে দেওয়া হয়। ২৯ নভেম্বর সেই সংশোধনী পেশের দিন নির্ধারিত হলেও সেখানে বিরোধীদের সংশোধনী নিয়ে আপত্তিতে সংশোধনী বিল পেশ হয়নি। ফের জেপিসি-তে বিল নিয়ে আলোচনার জন্য পাঠানো হয়।

তবে সবটাই যে বিরোধীদের শান্ত করার জন্য আইওয়াশ ছিল, তা প্রমাণিত হল সংশোধনীতে বিরোধীদের আপত্তি না শুনেই পাস করে দেওয়ায়। ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত আলোচনার সময় ছিল। সেখানে বিরোধী সাংসদরা ৪৪টি সংশোধনী প্রস্তাবের দাবি জানিয়ে ছিলেন। অথচ সংশোধনী পাসের আগে বিরোধীদের ১০ সাংসদকে জোর করে সাসপেন্ড করে দেন জেপিসি-র (JPC) নেতা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল (Jagadambika Pal)।

তৃণমূলের পক্ষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার ওয়াকফ বিল (WAQF Bill) নিয়ে একাধিক প্রশ্ন ও কেন্দ্রের সরকারের ভুলগুলি তুলে ধরেছিলেন। ফলে বারবার আলোচনা থেকে তাঁকে সাসপেন্ড করার নজির রেখেছেন জগদম্বিকা পাল। সোমবার বিল পাসের মাত্র ৪০ মিনিট আগে সংশোধনীগুলি পড়তে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে কল্যাণের দাবি, নিজেদের মনোস্থির করা কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের কোনও কথাই শোনা হয়নি। কোনও নিয়মের তোয়াক্কা না করে জগদম্বিকা পাল নিজেই সংশোধনী পড়েন। গণনা করেন। ও পাস করে দেন।

সোমবারের গোটা ঘটনা নাটক (farce) বলে উল্লেখ করেন কল্যাণ (Kalyan Banerjee)। এমনকি জগদম্বিকা পালকে (Jagadambika Pal) তিনি গণতন্ত্র ধ্বংসকারী বলেও দাবি করেন। এভাবেই বিরোধী সাংসদদের অন্ধকারে রেখে ও কৌশলে তাঁদের বাদ দিয়ে জেপিসি-তে পাস হল ওয়াকফ সংশোধনী। ২৯ জানুয়ারি সংসদে এই নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version