Saturday, August 23, 2025

এবছরের শুরু থেকেই ভয় ধরিয়েছে বিরল স্নায়ু রোগ। পুনেতে প্রথম এই বিরল স্নায়ুরোগ ‘গিলান বারে সিনড্রোম’ (Guillain Barre Syndrome)-এর খোঁজ মেলে। সেই সময়ই এক সঙ্গে আক্রান্ত হয় ৩৫ জন। আর এবার প্রথম এল মৃত্যুর খবর। মহারাষ্ট্রে ‘গিলান বারে সিনড্রোম’ (জিবিএস)-এর কারণে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আতঙ্ক তৈরি করে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে জিবিএস আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১৯ জন শিশুও।<span;>একই সময়ে, নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন।

চিকিৎসকরা বলছেন, গুইলেন-বারে সিনড্রোম বা জিবিএস একটি বিরল স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হলে পেশী দুর্বলতা, অসাড়তা এবং পক্ষাঘাত হতে পারে। অনেক ক্ষেত্রে ২-৩ সপ্তাহের মধ্যেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। তবে বহু ক্ষেত্রে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। এই রোগে আক্রান্ত হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নার্ভকে আক্রমণ করে। শ্বাসকষ্ঠে ভুগতে পারেন রোগী। এমন উপসর্গ দেখা দিলে বেশি করে গরম জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এই বিরল রোগের উপর নজরদারি চালাচ্ছে। আক্রান্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কীভাবে এই রোগ ছড়াচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত অস্বাস্থ্যকর খাবার বা দূষিত পানীয় জল থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে।

,-

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version