Monday, November 10, 2025

পঞ্চদশ অর্থ কমিশন: বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য

Date:

রাজ্য সরকার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষের জন্য বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে। এ বাবদ রাজ্যকে আরও ৭৪০ কোটি টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ শর্তাধীন তহবিল এবং নিঃশর্ত তহবিল— এই দু’টি ভাগে বিভক্ত। প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

শর্তাধীন তহবিলের টাকা খরচ করতে হয় গ্রামীণ এলাকায় নিকাশি ও জল সরবরাহের কাজে। এর জন্য ছাড়পত্র দেয় জলশক্তি মন্ত্রক। নিঃশর্ত তহবিলের টাকা খরচ হয় অন্যান্য পরিকাঠামো গড়ার জন্য। সূত্রের খবর, দ্বিতীয় কিস্তির যে টাকা আসতে চলেছে, তা নিঃশর্ত তহবিলের। এর জন্য ছাড়পত্র দেয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিছুদিনের মধ্যে শর্তাধীন তহবিলের টাকা পাওয়ার ছাড়পত্রও কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক দেবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত, প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

পঞ্চদশ অর্থ কমিশন চালু হয়েছে ২০২০-২১ অর্থবর্ষ থেকে। এখনও পর্যন্ত রাজ্য পেয়েছে ১৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা। ৭০ শতাংশ টাকা খরচ হলেও মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা টাকা খরচের নিরিখে পিছিয়ে রয়েছে। তাই টাকা খরচে গতি আনতে রাজ্য পঞ্চায়েত দপ্তর এই জেলা প্রশাসনগুলির সঙ্গে বারবার বৈঠক করছে।

আরও পড়ুন- এসএসসি মামলা: সুপ্রিম কোর্টে ২৬ হাজারের চাকরি বাতিলের সওয়াল বিকাশের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version