Saturday, May 3, 2025

পঞ্চদশ অর্থ কমিশন: বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য

Date:

রাজ্য সরকার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষের জন্য বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে। এ বাবদ রাজ্যকে আরও ৭৪০ কোটি টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ শর্তাধীন তহবিল এবং নিঃশর্ত তহবিল— এই দু’টি ভাগে বিভক্ত। প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

শর্তাধীন তহবিলের টাকা খরচ করতে হয় গ্রামীণ এলাকায় নিকাশি ও জল সরবরাহের কাজে। এর জন্য ছাড়পত্র দেয় জলশক্তি মন্ত্রক। নিঃশর্ত তহবিলের টাকা খরচ হয় অন্যান্য পরিকাঠামো গড়ার জন্য। সূত্রের খবর, দ্বিতীয় কিস্তির যে টাকা আসতে চলেছে, তা নিঃশর্ত তহবিলের। এর জন্য ছাড়পত্র দেয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিছুদিনের মধ্যে শর্তাধীন তহবিলের টাকা পাওয়ার ছাড়পত্রও কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক দেবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত, প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

পঞ্চদশ অর্থ কমিশন চালু হয়েছে ২০২০-২১ অর্থবর্ষ থেকে। এখনও পর্যন্ত রাজ্য পেয়েছে ১৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা। ৭০ শতাংশ টাকা খরচ হলেও মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা টাকা খরচের নিরিখে পিছিয়ে রয়েছে। তাই টাকা খরচে গতি আনতে রাজ্য পঞ্চায়েত দপ্তর এই জেলা প্রশাসনগুলির সঙ্গে বারবার বৈঠক করছে।

আরও পড়ুন- এসএসসি মামলা: সুপ্রিম কোর্টে ২৬ হাজারের চাকরি বাতিলের সওয়াল বিকাশের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version