Tuesday, August 12, 2025

উত্তরাখণ্ডেই প্রথম কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি , ‘লিভ ইন’ সম্পর্কও আইনের আওতায় !

Date:

Share post:

উত্তরাখণ্ডে সোমবার থেকে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code Or UCC)। দেশের এই রাজ্যেই প্রথম এই বিধি চালু হল। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, UCC লাগু করার ক্ষেত্রে চূড়ান্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। নিয়মবিধি জারির ক্ষেত্রে সবরকম অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। এর সঙ্গে জড়িত আধিকারিকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল BJP। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ওই বছরের ২৭ মে UCC-র খসড়া তৈরির জন্য এই প্যানেল গঠন করা হয়েছিল। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি দেশাই কমিটির সেই খসড়া রাজ্যের কাছে পাঠানো হয়। এর পর উত্তরাখণ্ড বিধানসভায় UCC বিল পাস হয়। ২০২৪ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেন।

এই আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের। কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে ওই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না। মিলবে না সরকারি সাহায্যও। বিবাহিত অবস্থায় দ্বিতীয় বার বিয়ে করতে পারবেন না কেউ। বিয়ের ক্ষেত্রে পুরুষদের ২১ এবং মহিলাদের বয়স ১৮ বছর হতেই হবে। সমস্ত ধর্মের নাগরিকদের জন্যই এই নিয়ম বলবৎ থাকবে। সামাজিক বিয়ের পর ছমাস পর্যন্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য।

ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং ‘লিভ ইন’ সম্পর্ক নথিভুক্ত করাকে আইনের আওতায় আনা হয়েছে। যদি কোনও নারী-পুরুষ ‘লিভ ইন’ করতে চান, তবে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। আর যদি তাদের বয়স ২১ বছরের নীচে হয়, তবে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন। তা না হলে দু’জনেরই ২৫ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের জেল হতে পারে। এই ধরনের সম্পর্কে থাকাকালীন সন্তানের জন্ম হলে সে বাবা ও মা, উভয়ের উত্তরাধিকার লাভ করবে।

মুসলিম-সহ সব ধর্মের নাগরিকদের জন্য বিয়ে রেজিস্ট্রি বা নথিভুক্ত করা বাধ্যতামূলক হয়েছে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও রাজ্যের নাগরিকদের জন্য একই নিয়ম। নয়া আইনে ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর ও পুরুষের সমান অধিকার হবে। ধর্মীয় বিধানের জোরে নারীর অধিকার খর্ব করা যাবে না। নারী ও পুরুষ একাধিক বিয়ে এবং একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে পারবে না।

তবে অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে লাগু হবে না। জন্ম, বিয়ে, উত্তরাধিকার, নারীর অধিকারের ক্ষেত্রে আদিবাসী সমাজের নিজস্ব বিধান চালু আছে। সেগুলি বহাল থাকবে বলে জানানো হয়েছে।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...