বিয়ের মরশুম শুর হতেই বাড়ল সোনার দাম!

সোনার প্রতি ১০ গ্রামের দাম কর বাদ দিয়েই ৮১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে

বিয়ের মরশুমের স্মৃতি ফিরে এল নতুন বছরে। সৌজন্যে সোনার দাম। গত কয়েক দিনে সোনার দাম হুহু করে বেড়েছে। যার জেরে গত বছরের মতো এবারও জানুয়ারির শেষ লগ্নেও পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কর বাদ দিয়েই ৮১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। কর ছাড়া ২২ ক্যারাটের গয়না সোনা ৭৭ হাজার পার করেছে। সোনার দাম গত কয়েক দিনে অনেকটা বাড়লেও রুপোর দামে অবশ্য তেমন হেরফের হয়নি।

সোমবার কলকাতার বাজারে সোনার দর: পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৮০ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৮১ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৭ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ৯১ হাজার ৪৫০ টাকা (প্রতি কেজি)