Wednesday, November 12, 2025

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ

Date:

টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এদিন এমনটাই ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৪-এ লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। এমনকি বছরের শেষ দিকে বর্ডার-গাভাস্কর ট্রফিতে বল হাতে দাপট দেখান বুমরাহ। ৫ টেস্টে নিয়েছেন ৩২টি উইকেট । এমনকি বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার।

এই প্রথমবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি। এর আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এই সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি। আর এবার সেই তালিকায় ঢুকে পড়েলেন বুমরাহ।

গত বছর, ১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়।

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি।

এদিকে ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরার সম্মান পেলেন ভারতীয় ব্যাটার। এর আগে ২০১৮ সালেও স্মৃতি এই সম্মান পেয়েছিলেন। এবার বর্ষসেরা হয়ে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

আরও পড়ুন- সত্যি কি আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ ? মুখ খুললেন ভারতীয় বোলার

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version