Friday, August 22, 2025

টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এদিন এমনটাই ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৪-এ লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। এমনকি বছরের শেষ দিকে বর্ডার-গাভাস্কর ট্রফিতে বল হাতে দাপট দেখান বুমরাহ। ৫ টেস্টে নিয়েছেন ৩২টি উইকেট । এমনকি বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার।

এই প্রথমবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি। এর আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এই সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি। আর এবার সেই তালিকায় ঢুকে পড়েলেন বুমরাহ।

গত বছর, ১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়।

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি।

এদিকে ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরার সম্মান পেলেন ভারতীয় ব্যাটার। এর আগে ২০১৮ সালেও স্মৃতি এই সম্মান পেয়েছিলেন। এবার বর্ষসেরা হয়ে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

আরও পড়ুন- সত্যি কি আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ ? মুখ খুললেন ভারতীয় বোলার

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version