Saturday, May 3, 2025

টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এদিন এমনটাই ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৪-এ লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। এমনকি বছরের শেষ দিকে বর্ডার-গাভাস্কর ট্রফিতে বল হাতে দাপট দেখান বুমরাহ। ৫ টেস্টে নিয়েছেন ৩২টি উইকেট । এমনকি বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার।

এই প্রথমবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি। এর আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এই সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি। আর এবার সেই তালিকায় ঢুকে পড়েলেন বুমরাহ।

গত বছর, ১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়।

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি।

এদিকে ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরার সম্মান পেলেন ভারতীয় ব্যাটার। এর আগে ২০১৮ সালেও স্মৃতি এই সম্মান পেয়েছিলেন। এবার বর্ষসেরা হয়ে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

আরও পড়ুন- সত্যি কি আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ ? মুখ খুললেন ভারতীয় বোলার

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version