Thursday, November 6, 2025

বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা কেন্দ্রের 

Date:

Share post:

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত নিয়ে চিন্তা বেড়েছে নয়াদিল্লির (New Delhi)। যেভাবে প্রত্যেকদিন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ছে তাতে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিএসএফ (BSF)। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তাদের, অথচ ভুয়ো পরিচয়ে ওপার বাংলা থেকে বর্ডার পেরিয়ে আসা একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে রাজ্য পুলিশ (West Bengal Police)। এবার সীমান্ত পরিদর্শনে এসে বাংলার সরকারের (Government of West Bengal) ভূয়সী প্রশংসা করল কেন্দ্রের বিশেষ গোয়েন্দা টিম। কলকাতায় এক বৈঠকে কেন্দ্রের তদন্তকারী কর্তারা জানান, অনুপ্রবেশ আটকাতে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা অত্যন্ত সদর্থক এবং যথাযথ। ভালো কাজ করছে রাজ্য পুলিশ।

বাংলার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা খতিয়ে দেখতে দিন কয়েক আগেই দিল্লি থেকে কলকাতায় আসে সেন্ট্রাল গোয়েন্দাদের বিশেষ টিম। বাংলাদেশের সীমান্তে যে সব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেই জায়গা ভালো করে ঘুরে দেখেন তাঁরা। রাজ্যের সঙ্গে আলোচনার পর অনেক জায়গায় কাঁটাতারের বেড়া লাগানোর পরিকল্পনা করা হয়েছে বলেও সূত্র মারফত খবর মিলেছে। শুধু যে সীমান্তেই এই অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে, এমনটা নয়। রাজ‌্য পুলিশের হাতে বিভিন্ন গ্রাম থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতারির কথা জেনে পুলিশের কাজের প্রশংসা করেছে কেন্দ্রের গোয়েন্দা টিম। কাঁটাতারের বেড়ার জন‌্য জমির সমস‌্যা না হয়, সেই ব‌্যবস্থা করে দিয়েছে রাজ‌্য প্রশাসন। সূত্রের খবর, দিল্লির ওই টিম কলকাতায় এসে গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত জানিয়েছেন। রাজ্যের তরফে জেলাগুলির প্রশাসনিক ও পুলিশকর্তারা যে কেন্দ্রীয় এজেন্সিকে সাহায‌্য করেছেন সেকথাও উল্লেখ করেন তাঁরা। তাই খবরে ভেসে থাকার চেষ্টায় রাজনৈতিক বাজার গরম করতে যতই সুকান্ত মজুমদার কিংবা সুজন চক্রবর্তীরা বাংলায় অনুপ্রবেশ নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করুন না কেন, আদতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ দারুণ কাজ করছে তা কেন্দ্রীয় কর্তাদের মন্তব্যেই স্পষ্ট।

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...