Thursday, December 18, 2025

৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

Date:

Share post:

জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো-খো দল। ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে, শৌচাগারের সামনে বসেই জাতীয় গেমসে খেলতে গেল বাংলার খো খো দল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেই প্রতিযোগিতায় অংশ নিতে একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। সমস্যায় পড়তে হয়েছে তাঁদেরও।

জানা গিয়েছে, গত শনিবার জাতীয় গেমসে অংশ নিতে হাওড়া থেকে রওনা দেয় বাংলা দল। সেখানে ছিল বাংলার খো খো দল, মহিলা ফুটবল দল এবং সাঁতারুরা। কিন্তু খো খো দলের খেলোয়াড়দের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়। শনিবার রাত ১০টা নাগাদ হাওড়া থেকে বাংলা দল যাত্রা শুরু করে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কাঠগোদামে গিয়ে পৌঁছায় ট্রেনটি। জানা যাচ্ছে, প্রায় ৩৬ ঘণ্টার এই যাত্রার পুরো সময়টাই চরম ভোগান্তির শিকার হতে হয় খো খো দলকে। সূত্রের খবর, সকলের জন্য রিজার্ভড টিকিট পাওয়া যায়নি। ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল বেশির ভাগ টিকিট। তাই কখনও বসে, কখনও ট্রেনের মেঝে শুয়েই বাংলার খেলোয়াড়দের জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে। এক্ষেত্রে রেলয়ের অসহযোগিতার কারণেই বাংলা দলের এমন অবস্থা বলে মনে করা হচ্ছে।

কেন এমন ভোগান্তি। তা নিয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি দেখভাল করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশনের কর্তারা সমস্ত খেলোয়াড়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেননি।

এবারের জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরির ঘোষণা করে রাজ্য সরকার।জাতীয় গেমসে পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দফতর। মিলবে পুলিশের চাকরি।

আরও পড়ুন- ঘরের মাঠে বিএফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...