Wednesday, December 17, 2025

বারবার অবস্থান বদল! অভয়ার বাবা-মাকে কটাক্ষ তৃণমূলের, নন্দিনীকে খোঁচা কুণালের

Date:

Share post:

অভয়ার ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের ফাঁসিই চান না তাঁরা বাবা-মা। অগাস্টের মর্মান্তিক ঘটনার পরে একাধিকবার অবস্থান বদল। কখনও তদন্ত নিয়ে, কখনও তদন্তকারী সংস্থা নিয়ে এবং শেষ পর্যন্ত অপরাধীর শাস্তি নিয়ে এমন অবস্থান নিচ্ছেন অভয়ার পরিবার, যা নিয়ে প্রশ্ন তোলেন একাধিক তৃণমূল নেতা থেকে সাংসদ। তাঁদের প্রশ্ন, তাঁরা বাস্তবে কী চান, একদিকে যেমন তা স্পষ্ট করা দরকার। তেমনই অবস্থান বদলে তাঁদের গুরুত্ব কমছে। যদিও তৃণমূলের অবস্থানে ‘আবেগহীন’তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)। সেখানেই একসময় সাংসদ তাপসের (Tapas Paul) নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য তুলে ধরে খোঁচা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

শিয়ালদহ আদালতের আমৃত্যু কারাদণ্ডের (life imprisonment) শাস্তিকে চ্যালেঞ্জ করে রাজ্য হাইকোর্টে ফাঁসির (capital punishment) দাবি জানালে মৃতার পরিবারের আইনজীবীর পক্ষে জানানো হয়, তাঁদের মেয়ের প্রাণ গিয়েছে মানেই যারা দোষী তাঁদেরও প্রাণ নিতে হবে এমন তাঁরা চান না। এর আগে সিবিআই তদন্ত দাবি করা পরিবার তদন্ত ‘পছন্দ’ না হওয়ায় সিবিআই  (CBI)তদন্ত প্রত্যাখ্যান করার কথাও বলেন। এভাবে অবস্থান বদল করার পরে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, এঁদের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এদিন তিনি সেই বক্তব্যের ব্যাখ্যাতেই যোগ করেন, অভয়ার বাবা-মা প্রথমে আদালতে সিবিআই চেয়েছিলেন। পরে সেই সিবিআই চাই না দাবি করেন। আদালতের উপর আস্থা রাখার পরে নিম্ন আদালতে আস্থা রাখতে পারছেন না। তাঁদের যাবতীয় আস্থা সুপ্রিম কোর্টে (Supreme Court)। দোষী সাব্যস্ত হওয়ার দিন বলছেন চরম শাস্তি চাই। আবার রাজ্য যখন ফাঁসির দাবি জানাচ্ছে তখন তাঁরা আবার অবস্থান থেকে সরে এসে দাবি জানাচ্ছেন ফাঁসি চাই না। এটা সিপিএমের লাইন ফাঁসি চাই না। তাঁরা তাঁদের মেয়ের ধর্ষক-খুনির বিরুদ্ধে কড়া মন্তব্য করেন, একশোবার সমর্থন যাবে।

অভয়ার বাবা-মায়ের এই অবস্থান বদলের ছবি স্পষ্ট করে তুলে ধরে কুণাল ঘোষের দাবি, তাঁরা কেন অবস্থান বদল (stand change) করছেন। এর পিছনে কী রহস্য, কেন বিরোধীদের মুখপাত্র (spokesperson) হয়ে কাজ করছেন। সেই সঙ্গে তাঁর দাবি, তাঁরা যেভাবে সঞ্জয়ের প্রতি স্নেহশীল হয়ে পড়েছেন তাতে জেলে সঞ্জয়ের খেয়াল রাখছেন দেখা যাবে কদিন বাদে। এর পিছনে বড় রহস্য রয়েছে। এই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক মদন মিত্রও (Madan Mitra)। আপনি পরিষ্কার ভাবে বলুন, CPM এবং BJP আমাকে যেটা বলছে, সেটা বলছি। তার জন্য আপনি কী চান, প্রশ্ন বিধায়কের। একই কারণে এই প্রশ্নকেও সমর্থন জানান কুণাল। ক্রমাগত অবস্থান বদল হওয়া ও শেষে মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন। তাঁরা রাজনৈতিক কড়া মন্তব্য করছেন। ফলে তৃণমূলের সৈনিকরা কড়া মন্তব্য করবেন সেটাই স্বাভাবিক, দাবি তাঁর।

আবার এই ইস্যুতে হঠাৎই ‘আবেগহীনতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)। সেখানেই কুণালের খোঁচা, যাঁর স্বামী ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার মতো মন্তব্য করেন তাঁর আবেগ নিয়ে পরামর্শ নিশ্চয়ই মনে রাখব। তবে যাঁরা ঘরে ছেলে ঢোকায়, ধর্ষণ করে, খুন করে, তাঁদের ফাঁসির দাবিতে লড়াই চলছে। যদি কোনও প্রিয় বৌদি বলেন এটা রুঢ়তা, অন্য কোনও দুঃখ-রাগ এই ক্ষেত্রে চালানোর চেষ্টা হলে সেটা যথাযথ নয়।

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...