Thursday, November 6, 2025

গ্রাম্য বিবাদে অশান্ত সিউড়ির মিনি স্টিল এলাকা।এলাকায় দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো দাপাদাপি। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপরও চড়াও হন এলাকার লোকজন। বাবু আনসারি নামে এক যুবককে পুলিশ পাকড়াও করলে, পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। বাবুকে পুলিশ ধরতেই পুলিশের(POLICE) দিকে তেড়ে যান লোকজন। বাবুর এক অনুগামীকেও ধরে পুলিশ। অভিযোগ, সেই যুবকই পাল্টা সিউড়ি থানার(SIURI POLICE STATION) আইসির কলার ধরে টানাটানি করেন। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

অভিযোগ, গ্রামে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। জমি জায়গা নিয়ে মূলত সেই বিবাদ। এর আগেও ঝামেলা হয়েছে। তবে মঙ্গলবার অশান্তি চরমে ওঠে। ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।অভিযোগ, গ্রামেরই জাহিদ আনসারি, ইয়াসিন আনসারি, ইকবাল আনসারিরা অশান্তি শুরু করে। এমনও অভিযোগ, দিন তিনেক আগে ঝাড়খণ্ড থেকে দুই যুবক কুটু আনসারি ও মালু আনাসারি গ্রামে এসে ওঠে।অভিযোগ, মঙ্গলবার সকালে সশস্ত্র অবস্থায় গ্রামে ঢুকে স্থানীয়দের হুমকি দিতে থাকে বাবু ও তার এক শাগরেদ। এর পর একজোট হয়ে গ্রামবাসীরা তাদের ধরে ফেলে এবং চলে গণধোলাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুসহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। এর পরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাবু আনসারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীরা। তখনই এক যুবক সিউড়ি থানার আইসির কলার ধরে টানতে থাকেন।কার্যত ওসি সহ বাবু আনসারিকে টেনে নিয়ে যান গ্রামবাসীরা। এর পর ওসিকে মুক্ত করতে ময়দানে নামে পুলিশ ও ব়্যাফ। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশকর্মীরা। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।উদ্ধার  হয়েছে ৩ টি আগ্নেয়াস্ত্র।

 

 

 

Related articles

নয়া ইতিহাস তৈরির পথে ভারত, ২০৩০-এ মঙ্গলযান-২ মিশন ISRO-র

মঙ্গলযান উৎক্ষেপণের মাধ্যমে ভারত ইতিহাস তৈরির বারো বছর। ফের নর নয়া ইতিহার রচনা করার পথে ভারতীয় মহাকাশ গবেশণা...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৬ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৫০ ₹ ১২০৫০০ ₹ খুচরো পাকা সোনা ১২১১০...

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে...

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...
Exit mobile version