Friday, January 9, 2026

নাটকের রিহার্সাল! এবার ‘ক্লাসরুমে বিয়ে’র নিয়ে সাফাই অধ্যাপিকার

Date:

Share post:

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসর নিয়ে দিনের শেষে সংবাদ মাধ্যমে মুখ খুললেন রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যা্লয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যা প্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নাটকের রিহার্সাল দিচ্ছিলেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই ভিডিও ভাইরাল করা হয়েছে। যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, এটা সিলেবাসের একটি প্রজেক্ট।

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসরে ‘বর’ কলেজেরই প্রথম বর্ষের ছাত্র (Student)। আর ‘কনে’ অ্যা প্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান। এই চমকপ্রদ বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানান, কেন ক্লাসরুমে এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করলেন, তা ওই মহিলা অধ্যাপকের কাছে জানতে চাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মহিলা অধ্যাপিকাদের নিয়ে একটি কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে।
তবে, ছাত্রের সঙ্গে ‘বিয়ে’র অভিযোগ উড়িয়ে পায়েল দাবি করেন, ফ্রেশার পার্টির জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিলেন পড়ুয়ারা। সেই নাটকের ‘বিয়ের’ দৃশ্যের রিহার্সাল হচ্ছিল। আৎ সেটাই ক্যামেরাবন্দি করা হয়। এর পরেই অধ্যাপিকার অভিযোগ, তাঁকে বিপদে ফেলতেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি।

পায়েলের অভিযোগ, “মানুষ কী পর্যায়ে নামতে পারে, সেটা কল্পনারও বাইরে। নিজে প্রধান হওয়ার জন্য এবং ছাত্র-ছাত্রীদের ব্ল্যাকমেলের কথা ঢাকা দেওয়ার জন্য স্রেফ একটা বিভাগের ড্রামা ক্লিপসকে ব্যবহার করতে পারে…জানা ছিল না। বন্ধুত্ব ছাড়াও মনুষ্যত্বের নোংরা উদাহরণ।“

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...