Thursday, August 21, 2025

বিবাহ-বিভ্রান্তি: ক্লাসরুমে বিভাগীয় প্রধান-ছাত্রের বিয়ের আসর! শোরগোল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

Date:

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসর ‘বর’ কলেজেরই প্রথম বর্ষের ছাত্র (Student)। আর ‘কনে’ অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান! এই চমকপ্রদ বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘটনার পর থেকেই হদিশ নেই ‘বর-কনে’র বিয়ের সাক্ষীরাও মুখ খুলতে নারাজ।

ভাইরাল ভিডিও-র (সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) দেখা যাচ্ছে, ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা অধ্যাপিকা। তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন এক ছাত্র। এই বিয়ের সাক্ষী ক্লাসের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা আবার বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন। ছাত্র যথেষ্ট নার্ভাস, তবে অধ্যাপিকা দারুন হাসিখুশি। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল (Video Viral) হতেই তুমুল চর্চা। কারণ ভিডিওয় যে ছাত্রকে বর রূপে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাসে কানাঘুষো। ভিডিও ভাইরাল হতে সেই আগুনে ঘি পড়েছে। আর এর পরেই তড়িঘড়ি ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানান, কেন ক্লাসরুমে এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করলেন, তা ওই মহিলা অধ্যাপকের কাছে জানতে চাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

উপাচার্য অবশ্য জানান, অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ। কিন্তু প্রশ্ন উঠছে, এটা যদি সিলেবাসের অঙ্গই হয়ে থাকে তাহলে ওই মহিলা বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হল কেন? কেনই বা তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ? যে ছাত্রছাত্রীরা এই বিয়ের সাক্ষী ছিলেন তাঁদেরই বা মুখে কুলুপ কেন? তাঁরাও তো এগিয়ে এসে বলতে পারতেন, এটা তাঁদের প্রজেক্ট। ‘নবদম্পতি’র উধাও হয়ে যাওয়ায় রহস্য আরও বেড়েছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version