Thursday, August 21, 2025

সভামঞ্চে অসৌজন্যমূলক আচরণের জেরে শোকজ। বৃহস্পতিবার, তার জবাব দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ওই চিঠি পাঠান তিনি। এর আগে মৌখিক ক্ষমা চেয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু তা গ্রাহ্য না হওয়ায় লিখিত দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, চিঠিতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। তবে, তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়,  উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই তাঁকে শোকজ করে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। নবান্নে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন, শোভনদেবকে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। এ বারের মতো তাঁকে ক্ষমা করা হোক। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ করবেন না বলেও চিঠিতে জানান অশোকনগরের বিধায়ক। দলীয় সূত্রে, খবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সভানেত্রীই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version