Wednesday, November 5, 2025

সভামঞ্চে অসৌজন্যমূলক আচরণের জেরে শোকজ। বৃহস্পতিবার, তার জবাব দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ওই চিঠি পাঠান তিনি। এর আগে মৌখিক ক্ষমা চেয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু তা গ্রাহ্য না হওয়ায় লিখিত দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, চিঠিতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। তবে, তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়,  উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই তাঁকে শোকজ করে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। নবান্নে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন, শোভনদেবকে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। এ বারের মতো তাঁকে ক্ষমা করা হোক। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ করবেন না বলেও চিঠিতে জানান অশোকনগরের বিধায়ক। দলীয় সূত্রে, খবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সভানেত্রীই।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version