Wednesday, November 5, 2025

কবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ? এল আপডেট

Date:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তানে খেলতে যাবে টিম ইন্ডিয়া। ভারত খেলবে দুবাইয়ে। আর এবার জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন।

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন। লাহোরে সেই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। এছাড়াও জান যাচ্ছে, তার আগে সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়াম নতুন করে খোলার কথা ৭ ফেব্রুয়ারি। সেই দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন প্রধান অতিথি হিসাবে। এছাড়াও জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কদের সাংবাদিক বৈঠকও হতে পারে। লাহোরের হুজুরিবাগ কেল্লায় উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। সেখানে বিভিন্ন বোর্ড কর্তা, প্রাক্তন ক্রিকেটার, সরকারি আধিকারিকদের আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা থাকবেন কি না তা জানা যায়নি।

তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যম রিপোর্টে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। তবে সেটার কারণ ভারত অধিনায়কের অনুপস্থিতি নয়। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দল দেরি করে পাকিস্তানে পৌঁছবে। আর সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

আরও পড়ুন- চিলি চিকেন নয় ক্যান্টিনের রাঁধুনিকে চিলি পনির বানানোর আবদার বিরাটের

 

 

 

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version