Sunday, November 2, 2025

নার্সদের আচরণ কেমন হবে, স্মরণ করিয়ে কড়া নির্দেশিকা প্রকাশ স্বাস্থ্যভবনের

Date:

সরকারি হাসপাতালে নার্সদের খারাপ ব্যবহার নিয়ে অভিযোগ তোলেন বহু রোগীর পরিবার। এবার এমন অভিযোগকে সামনে রেখে রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করবেন নার্সরা তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। যা নিয়ে এখন নার্সদের(nurse) মহলে জোর আলোচনা শুরু হয়েছে।ওই নির্দেশিকায় স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বলা হয়েছে, রোগীর সেবার সঙ্গে জড়িত নার্সরা। তাই রোগী অথবা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করা কর্তব্যের মধ্যে পড়ে। রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কোনও নার্স খারাপ ব্যবহার করলে বা রোগীর ক্ষেত্রে অযত্ন করলে কড়া পদক্ষেপ করা হবে। নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। নানা পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে এবং মানুষের পাশে সর্বদা থাকার শপথ নিয়েই জীবিকা শুরু করেন নার্সরা বলে নির্দেশিকায় সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আসলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পর থেকে আরও সচেতন হয়েছে স্বাস্থ্য দফতর।

নির্দেশিকায় চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। যা কর্মক্ষেত্রে সব সময়ে মনে রাখতে বলা হয়েছে। এক, ভাল আচরণ। দুই, সহানুভূতিশীল ব্যবহার। তিন, নমনীয় কথাবার্তা এবং চার, রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করা।অনেক নার্সের আচরণ নিয়েই অভিযোগ উঠতে থাকে। সেই সহানুভূতিশীল ব্যবহার চোখে পড়ে না বলে অভিযোগ। রোগীদের আবেগের একটা বিষয় থাকে। ভয়, আতঙ্ক থাকে। তাই মানবিকতার সঙ্গে তা দেখা উচিত। ইতিমধ্যেই নানা অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। তাই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে।

অনেক ক্ষেত্রে নার্সদের উদ্যোগেই উপকৃত হন রোগীরা। তারা পরিস্থিতি জটিল দেখে দ্রুত চিকিৎসককে ডেকে আনেন। তার জেরে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন সংশ্লিষ্ট রোগী। আর সেটাই যাতে সর্বদা সব জায়গায় বজায় থাকুক চায় স্বাস্থ্য দফতর।

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version