বিরাটের রেকর্ড ভাঙলেন স্মিথ, প্রশংসায় পন্টিং

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতেই টেস্টে এটি স্মিথের ৩৫তম শতরান।

বিরাট কোহলির এক বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে রেকর্ড গড়েন স্মিথ। যার সুবাদে বিরাটকে টপকালেন অজি ক্রিকেটার। অ্যাওয়ে ম্যাচে সেঞ্চুরির নিরিখে কোহলি এতদিন সবার উপরে ছিলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিলেন স্মিথ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতেই টেস্টে এটি স্মিথের ৩৫তম শতরান। আর একটি শতরান করলে ছুঁয়ে ফেলবেন রাহুল দ্রাবিড় এবং জো রুটকে। ৩৫ টি শতরানের মধ্যে ১৭টি টেস্ট সেঞ্চুরি অ্যাওয়ে ম্যাচে করেছেন স্মিথ। যা বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কোহলির দখলে। টেস্ট ক্রিকেটে ১৬টি অ্যাওয়ে সেঞ্চুরি রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। অ্যাওয়ে শতরানের রেকর্ডের পাশাপাশি টেস্ট কেরিয়ারের ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। স্মিথের এই নজিরের পরই অজি তারকার প্রশংসায় মাতেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং।

পন্টিং বলেন, “ স্মিথ কি টেস্টে এই প্রজন্মের সেরা ক্রিকেটার? এর বিরুদ্ধে কোনও যুক্তি তো আমি দেখছি না। রুট এবং উইলিয়ামসনের রেকর্ড ভালো। ওদের পক্ষে যুক্তি খাড়া করা যেতে পারে। তবে বিরাট কোহলি আর এই লড়াইয়ে নেই। ৫-৬ বছর আগে ছিল।“

আরও পড়ুন- রঞ্জি ম্যাচে মাঠে ঢুকে বিরাটকে প্রণাম এক সমর্থকের, ভাইরাল ভিডিও